আয়কর রিটার্নের প্রকারভেদ

ব্যক্তি শ্রেণীর করদাতা ও কো¤পানী করদাতাদের জন্য পৃথক  পৃথক  রিটার্ন ফরম চালু আছে। যথাঃ-        
ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য রিটার্ন ফরমঃ         
      ●    আইটি-১১গ
    এ ফরম বাংলা ও ইংরেজী উভয় ভাষায় চালু আছে (পরিশিষ্ট-ঘ, পৃষ্ঠা নং-৪৭)। সকল ব্যক্তি শ্রেণীর করদাতা এ ফরমটি ব্যবহার     করতে পারবেন।
    
    ●    আইটি-১১ঙ
    রিটার্ন  ফরমটি  (IT-11-UMA)  কেবল  বেতনভোগী  করদাতাদের  জন্য প্রণয়ন করা হয়েছে (পরিশিষ্ট-খ, পৃষ্ঠা নং-৩৮)।
    ●    আইটি-১১চ
    যে  সকল  ব্যক্তি  করদাতার  ব্যবসা  বা  পেশাখাতে  আয়  রয়েছে  এবং  এরূপ আয়ের  পরিমাণ  ৩  লক্ষ  টাকার      বেশী  নয়  সে  সকল  করদাতার  জন্য  এই আয়কর রিটার্ন  ফরম (IT-11CHA) প্রণয়ন করা হয়েছে (পরিশিষ্ট-গ, পৃষ্ঠা নং-৪৪)  

¯পট এ্যাসেসমেন্ট এর আওতাধীন করদাতাদের জন্য ভিন্ন রিটার্ন ফরমঃ
রিটার্ন ফরমটি  (IT-GAGA)  কেবলমাত্র ¯পট এ্যাসেসমেন্ট এর আওতাধীন ব্যবসা এবং ডাক্তার ও আইন পেশায় নিয়োজিত তুলনামূলক কম আয়ের নতুন করদাতাদের  জন্য  প্রযোজ্য  (পরিশিষ্ট-খ)।  ব্যবসার  ক্ষেত্রে  যাদের  ব্যবসার পুঁজি সর্বোচ্চ  ১৫  লক্ষ টাকা এবং ডাক্তার  বা আইনজীবী যারা অনধিক ১০ বছর  তাঁদের  পেশায়  নিয়োজিত  আছেন  তাঁরা  দুই  পৃষ্ঠার  ফরমটি  স্পট এ্যাসেসমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *