Frequently Asked Questions
কিভাবে আমি আমার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করব?
যদি আপনি ইতোমধ্যে কোন ইউজার রেজিস্ট্রেশন না করে থাকেন তবে টিআইএন (TIN) অ্যাপ্লিকেশন করার জন্য শুরুতেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য টপ মেনু থেকে “Register” বাটনে ক্লিক করুন তাহলে স্ক্রীন এ নিম্নে:-
প্রদর্শিত চিত্রের ন্যায় রেজিস্ট্রেশন ফর্ম দেখাবে :-
- User ID: ইউজার যে নামে লগ ইন করবেন তা এখানে প্রদান করবেন এবং তা অবশ্যই সর্বনিম্ন ৮ অক্ষর হতে হবে ।
- Password: এখানে পাসওয়ার্ড প্রদান করুন এবং পাসওয়ার্ড অবশ্যই সর্বনিম্ন চার অক্ষরের হতে হবে ।
- Retype Password: পুনরায় পাসওয়ার্ড প্রদান করুন।
- Security Question: আপনার পছন্দের Security Question সিলেক্ট করুন ।
- Security Answer: Security Question এর উত্তর প্রদান করুন ।
- Country: আপনার দেশের নাম সিলেক্ট করুন । (শুধুমাত্র বিদেশিদের জন্য প্রযোজ্য)
- Mobile number: আপনার মোবাইল নম্বর টাইপ করুন ।
- Email Address: আপনার ইমেইল আইডি টাইপ করুন।
- Verification letter: ফর্মে দেখানো অক্ষরগুলো টাইপ করুন।
- Register: রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে আপনার ব্রাউজারে e-Activation কোড নামে নতুন উইন্ডো প্রদর্শিত হবে এবং আপনার মোবাইলে e-Activation কোড আসবে।
- e -TIN Activation Code: মোবাইলে পাওয়া e- TIN Activation কোডটি ব্রাউজার এ প্রদর্শিত e-TIN Activation কোড এর ঘরে টাইপ করুন ।
- Activate: e- TIN Activation কোড টাইপ করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশন পদ্ধতি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন আপনি New Registration অথবা Re-registration এর জন্য আবেদন করতে পারবেন।
আমার পুরাতন টিআইএন আছে, নতুন টিআইএন নেওয়া কি জরুরী?
অবশ্যই জরুরি এবং সেজন্য আপনাকে Re- registration করতে হবে এবং তা অবশ্যই ৩১ ডিসেম্বর ২০১৩ এর মধ্যে করতে হবে ।
Employer Type অন্তর্ভুক্ত অপশন এর সাথে আমার অপশন যদি না মিলে সেক্ষেত্রে কোনটি সিলেক্ট করব?
Employer Type অন্তর্ভুক্ত অপশন এর সাথে আপনার অপশন যদি না মিলে সেক্ষেত্রে আপনাকে Main Source of Income অপশন থেকে Others সিলেক্ট করতে হবে এবং পরবর্তী ধাপে Location সিলেক্ট করতে হবে ।
আমার কোন জাতীয় পরিচয়পত্র নেই, আমি কিভাবে টিআইএন সার্টিফিকেট পাব?
আপনি যদি প্রাপ্ত বয়স্ক বাংলাদেশী হন এবং আপনার যদি NID না থাকে সেক্ষেত্রে টিআইএন সার্টিফিকেট পাওয়ার জন্য Taxpayer’s Status a) অপশন থেকে Individual (Foreigner / NRB / without NID ) সিলেক্ট করতে হবে এবং b) অপশন থেকে Individual -> Foreigner / NRB / Bangladeshi (without NID) -> Major
টিআইএন সার্টিফিকেট পেতে হলে কি কি তথ্য লাগবে?
করদাতার ধরনের উপর নির্ভর করবে টিআইএন সার্টিফিকেট পেতে কি কি তথ্য লাগবে তা টেবিল আকারে দেওয়া হল –
কিভাবে আমি ওয়েবসাইটে লগ ইন করবো?
User Login
যদি আপনি ইতোমধ্যে ইউজার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন তবে সরাসরি “Login” বাটনে ক্লিক করুন তাহলে স্ক্রীন এ নিম্নে প্রদর্শিত চিত্রের ন্যায় লগ ইন ফর্ম দেখাবে ।
- User ID: আপনার ইউজার আইডি টাইপ করুন।
- Password: এখানে আপনার গোপন পাসওয়ার্ড টাইপ করুন ।
- Login: লগ ইন করার জন্য “Login” বাটনে ক্লিক করুন ।
পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে নতুন পাসওয়ার্ড পাব?
ইউজার তার User ID এবং Password ভূলে গেলে তা Forgot Password অপশন থেকে পূনরূদ্দার করতে পারবেন সেজন্য আপনাকে টপ মেনু থেকে Forgot Password অপশন এ ক্লিক করতে হবে। এতে আপনাকে Password Recovery পেজ দেখাবে।
- এইখানে আপনি Forgot My User Name/ Forgot My Password ত্থেকে আপনার প্রয়োজনীয় অপশন টি নির্বাচন করুন পরবর্তী ধাপে যাওয়ার জন্য “Continue Next” বাটন এ ক্লিক করুন।
- User ID: এখানে আপনাকে User ID টাইপ করতে হবে।
- Verification letter: ফর্মে দেখানো অক্ষরগুলো টাইপ করুন।
- “Next” বাটনে ক্লিক করুণ তাহলে আপনার মোবাইলে মেসেজ এর মাধ্যমে Activation code পাঠানো হবে । এবং একটি নতুন ফর্ম দেখাবে ।
- এখানে Type the Verification Code এর ঘরে মোবাইলে পাঠানো কোড টাইপ করতে হবে এবং “Recover My Account” বাটনে ক্লিক করতে হবে ।
পূর্ববর্তী টিআইএন সার্টিফিকেট অনুযায়ী যেই ট্যাক্স সার্কেল ছিল তা নতুন টিআইএন সার্টিফিকেট এর ট্যাক্স সার্কেলের সাথে মিল নাই । এখন আমি কি করব ?
এর জন্য আপনি আমাদেরকে info@incometax.gov.bd এই আইডিতে মেইল করতে হবে।
আমি কি টিআইএন সার্টিফিকেট প্রিন্ট করতে পারব?
অবশ্যই আপনি টিআইএন সার্টিফিকেট প্রিন্ট করতে পারবেন ।
What is the rate of VAT?
The standard rate of vat is 15%. Applicable rate VAT in case of import and supply is 15% and in case of export 0%.
What are the latest rates of VAT under preview of VAT procedure 1991?
Under the preview of VAT procedure 1991 the standard rate of VAT is 15%.According to the last budget of the last financing year (2015-2016), apart from the standard rate, 10 lower rates are in place on the basis of reduced base price in case of some service, e.g. , 1.5%, 2%, 2.5%, 4%, 5%, 5.5%, 6%, 7.5%, 9% and 10%.
What is the responsibility of a VAT consumer?
A consumer’s responsibility is to take delivery of the purchase invoice from seller during purchases. Because, if he takes delivery of the VAT invoice properly ,it will ensure deposit of the VAT include in this invoice to the Government treasury rightly.
When was VAT introduced in Bangladesh?
The value added tax was introduced Bangladesh on 1 July 1991. The new law on vat will come into force with effect from 1 July 2017.
How VAT is levied?
VAT is levied on taxable import and taxable supply VAT will be levied at the rate of 15% on all imports and supplies except on goods and services waived under the provisions of the first schedule of the law.