Law-1991

১। সংক্ষিপ্ত শিরোনামা

[***] ও প্রবর্তন।– (১) এই আইন মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ নামে অভিহিত হইবে।

(২) এই আইনের –

(ক) ধারা ১৫, ১৬, ১৭, ১৮, ২০, ২১, ২২ এবং ৭২ ২রা জুন, ১৯৯১ ইং মোতাবেক ১৮ই জৈষ্ঠ, ১৩৯৮ বাং তারিখে বলবৎ হইয়াছে বলিয়া গন্য হইবে; এবং

(খ) উপরে উল্লিতখত ধারাসমূহ ব্যতিত ধারাসমূহ অন্যান্য ধারাসমূহ ১লা জুলাই,১৯৯১ইং মোতাবেক ১৬ই আষাঢ়, ১৩৯৮ বাং তারিখে বলবৎ হইবে।

অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন )এর ধারা ৭(১) বলে উপান্ত টিকার”, প্রয়োগ” কমা ও শব্দ বিলুপ্ত।

২। সংজ্ঞা

[বিষয় বা প্রসঙ্গের] পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে-

(ক) অব্যাহতিপ্রাপ্ত অর্থ এই আইনের অধীন মূল্য সংযোজন কর হইতে অব্যাহতিপ্রাপ্ত পন্য ও সেবা;

(খ)উৎপাদন কর (output tax) অর্থ এই আইনের অধীন আরোপিত মূল্য সংযোজন কর [***];

(গ) উপকরন(input) অর্থ,

          (অ) শ্রম, ভূমি, ইমারত, অফিস যন্ত্রপাতি ও যানবাহন ব্যতিরেকে, সকল প্রকার কাচামাল, [ল্যাবরেটরি রিএজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি এক্সেসরিজ,] [যে কোন গ্যাস, জ্বালানী হিসাবে ব্যবহৃত যে কোন পদার্থ, মোড়ক সামগ্রী. সেবা এবং যন্ত্রপাতি ও যন্ত্রাংশ;

(আা) ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে, বিক্রয়, বিনিময় বা প্রকারান্তরে হস্তান্তরের উদ্দেশ্যে আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত [পণ্য বা সেবা];]

          [(ঘ) উপকরন কর (input tax) অর্থে নিবন্ধিত ব্যক্তি কর্তৃক আমদানীকৃত বা তৎকর্তৃক অন্য কোন নিবন্ধিত  ব্যক্তির নিকট হইতে ক্রীত উপকরনের উপর প্রদত্ত মূল্য সংযোজন কর এবং আমদানিকৃত উপকরনের উপর আমদানী পর্যায়ে [অগ্রীম আদায়কৃত] মূল্য সংযোজন কর ও ইহার অন্তর্ভূক্ত হইবে;]

[(ঘঘ)***]

(ঘঘঘ) “কর” অর্থ সরবরাহকৃত পণ্য বা প্রদত্ত সেবার ক্ষেত্রে প্রদত্ত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শূল্ক এবং ধারা ১৩-তে বর্ণিত ক্ষেত্রসমূহে উপকরনের উপর প্রদত্ত মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক,আমদানী শুল্ক, আবগারী শূল্ক ও অন্যান্য সকল প্রকার শুল্ক ও করও (আগাম আয়কর ব্যতিত) ইহার অন্তর্ভূক্ত হইবে;

 

(ঙ) “কর মেয়াদ” অর্থ এক মাসের মেয়াদ অথবা সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্ধারা, এতদুদ্দেশ্যে নির্ধারন করিতে পারে এইরূপে কোন মেয়াদ;

(চ) “করযোগ্য পণ্য” অর্থ প্রথম তফসিলের অন্তর্ভূক্ত নহে এইরূপ কোন পণ্য];

১০[(ছ) “করযোগ্য সেবা” অর্থ দ্বিতীয় তফসিলে অন্তর্ভূক্ত নহে এইরূপ কোন সেবা];

(জ) ১১[“কমিশনার”] অর্থ ধারা ২০ এর অধীন নিযুক্ত কোন ১২[“কমিশনার”],মূল্য সংযোজন কর;

(ঝ) “চলতি হিসাব” অর্থ নিবন্ধিত ব্যক্তি কর্তৃক নির্ধারিত ১৩[ফরমে] ১৪[কমিশনারের] সহিত রক্ষিত হিসাব যাহাতে তাহার ক্রয়, বিক্রয়, ট্রেজারী জমা, প্রদেয় এবং রেয়াতযোগ্য মূল্য সংযোজন কর প্রযোজ্য ক্ষেত্রে,অন্যান্য করের বিবরনী লিপিবদ্ধ থাকিবে;

(ঞ) ১৫[“চালানপত্র” অর্থ ধারা ৩২ এর অধীন চালানপত্র];

১৬[(ঞঞ) ***]

১৭[(ঞঞঞ) “চীফ কমিশনার” অর্থ দ্ধারা ২০ অধীন নিযুক্ত কোন “চীফ কমিশনার” মূল্য সংযোজন কর” যিনি এই আইন দ্ধারা কমিশনারকে প্রদত্ত অনূরূপ দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন;]

(ট)“টার্নওভার” অর্থ কোন ব্যক্তি কর্তৃক কোন নির্দিষ্ট সময়ে তাহার দ্ধারা প্রস্তুতকৃত বা উৎপাদিত করযোগ্য পণ্যের সরবরাহ বা করযোগ্য সেবা প্রদান হইতে প্রাপ্য বা প্রাপ্ত সমুদয় অর্থ;

(ঠ)তফসিল অর্থ এই আইনের সহিত সংযুক্ত কোন তফসিল;

(ড)“দলিলপত্র” অর্থ কাগজ বা অন্য কোন পদার্থের উপর অক্ষর, অংক, সংকেত বা চিহ্নের সাহায্যে প্রকাশিত বা বর্ণিত কোন বিষয় এবং যে কোন ধরনের ইলেক্ট্রনিক উপাত্ত, কম্পিউটার কার্যক্রম, কম্পিউটার ফিতা (tape), কম্পিউটার ডিস্ক বা যে কোন ধরনের উপাত্ত ধারক মাধ্যম ইহার অন্তর্ভূক্ত হইবে;

১৮[(ডড) ***]

(ঢ)“দাখিলপত্র” অর্থ এই আইনের দ্ধারা ৩৫ এর অধীন প্রদেয় দাখিলপত্র;

১৯[(ণ) “নির্ধারিত তারিখ” অর্থ-

          (অ) মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক পরিশোধের ক্ষেত্রে, ধারা ৬ এর অধীন কর পরিশোধের সময়; এবং

          (আা) দাখিলপত্রর (return),পেশকরনের ক্ষেত্রে, বিধি দ্ধারা নির্ধারিত দাখিলপত্র পেশকরনের সময়;]

২০[(ণণ) “পণ” অর্থ পণ্য সরবরাহ বা সেবা প্রদানের বিপরীতে প্রাপ্ত অথবা প্রাপ্য সমুদয় অর্থ অথবা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য মূল্য;]

(ত)“পণ্য” অর্থ শেয়ার, ষ্টক, মুদ্রা, জামানত (security) ও আদায়যোগ্য দাবী  ব্যতিত সকল প্রকার অস্থাবর সম্পত্তি;

(থ)“প্রস্তুতকারক” বা “উৎপাদক” বলিতে নিম্নোক্ত কোন কার্যে নিয়োজিত ব্যক্তিও অন্তর্ভূক্ত হইবেন, যথা;

          অ) কোন পদার্থ এককভাবে অথবা অন্য কোন পদার্থ, সরঞ্জাম (matarials) বা উৎপাদনের অংশবিশেষ (components) এর সহিত সংযোগ বা সম্মেলনের দ্বারা প্রক্রিয়াকরণের মাধ্যমে অন্য কোন সুনির্দিষ্ট পদার্থ বা পণ্যে রূপান্তরকরণ বা উহাকে এইরূপে পরিবর্তিত, রূপান্তরিত বা পুনরাকৃতি প্রদানকরণ যাহাতে উক্ত পদার্থ ভিন্নভাবে বা সুনির্দিষ্টভাবে ব্যবহারের উপযোগী হয়;

(আ) পণ্যের প্রস্তুতি সম্পন্ন করার জন্য কোন আনুষংগিক বা সহায়ক প্রক্রিয়া;

(ই) মুদ্রণ, প্রকাশনা, শিলালিপি বা মিনাকরণ প্রক্রিয়া;

(ঈ) সংযোজন, মিশ্রন, কর্তন, তরলীকরণ, বোতলজাতকরণ, মোড়কাবদ্ধকরণ বা পুনঃমোড়কাবদ্ধকরণ

উ) কোন প্রস্তুতকারক বা উৎপাদকের দেউলিয়াত্বের ক্ষেত্রে কোন স্বত্ব-নিয়োগী বা অছি, অবসায়ক,নির্বাহক বা তত্ত্বাবধায়কের কার্য এবং এইরূপ কোন ব্যক্তির কার্য যিনি আস্থাভাজনের যোগ্যতায় তাহার পরিসম্পদের নিষ্পত্তি করেন;

২১[(ঊ) অর্থের বিনিময়ে নিজস্ব প্লান্ট, মেশিনারী বা যন্ত্রপাতি দ্বারা অন্য কোন ব্যক্তির মালিকানাধীন কাঁচামাল বা উপকরণ ব্যবহার করিয়া কোন পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনকরণ;]

২২[(থথ) বাণিজ্যিক আমদানিকারক বলিতে এমন ব্যক্তিকে বুঝাইবে, যিনি তৎকর্তৃক প্রথম তফসিলে উল্লিখিত পণ্য ব্যতীত অন্য যে কোন পণ্য আমদানীপূর্বক পণ্যের কোনরূপ আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য বা গুণগত পরিবর্তন না করিয়া ২৩[পণের বিনিময়ে] অন্য কোন ব্যক্তির নিকট বিক্রয় বা অন্যবিধভাবে হস্তান্তর করেন;

(থথথ) বাণিজ্যিক দলিল অর্থ কোন ব্যক্তির বাণিজ্যিক লেনদেন বা তাঁহার ব্যবসায়ের আর্থিক অবস্থাজ্ঞাপক কোন লেনদেন লিপিবদ্ধ করিবার জন্য উক্ত ব্যক্তি কর্তৃক রক্ষিত সংশ্লিষ্ট হিসাবরক্ষণ বহি বা নথিপত্র বা কাগজপত্র যথা, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ক্যাশ মেমো, দৈনিক ক্রয়-বিক্রয় হিসাব, ক্যাশ বহি,প্রাথমিক বা জাবেদা বহি, ব্যাংক একাউন্ট ও তৎসংশ্লিষ্ট হিসাব বা নথিপত্র, রেওয়ামিল, খতিয়ান,আর্থিক বিবরণী ও বিশ্লেষণী সমূহ, লাভ-লোকসান হিসাব, লাভ-লোকসান সমন্বয় হিসাব, ব্যাংক হিসাব সমন্বয় ও স্থিতিপত্র এবং নিরীক্ষা প্রতিবেদনসহ সংশ্লিষ্ট যে কোন দলিল;

(থথথথ) ব্যবসায়ী বলিতে এমন ব্যক্তিকে বুঝাইবে যিনি তৎকর্তৃক আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্যকোনভাবে সংগৃহীত পণ্যের কোনরূপ আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য বা গুণগত পরিবর্তন না করিয়া ২৪[পণের বিনিময়ে] অন্য কোন ব্যক্তির নিকট বিক্রয় বা অন্যবিধভাবে হস্তান্তর করেন।]

২৫[(থথথথথ) বিভাগীয় কর্মকর্তা অর্থ মূল্য সংযোজন কর বিভাগীয় কার্যালয়ের দায়িত্বে নিয়োজিত কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা এবং বিভাগীয় কর্মকর্তার যে কোন কার্য সম্পাদনের জন্য দায়িত্বপ্রাপ্ত মূল্য সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিট-এর সহকারী কমিশনার পদের নিম্নে নহেন এমন পদমর্যাদার কোন কর্মকর্তা;]

(দ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;

২৬[(দদ) ***]

[(দদদ) বিল অব এন্টি অর্থ Customs Act, 1969 (IV of 1969) ” এর section 2(c) তে সংজ্ঞায়িত  “bill of entry”,

(দদদদ) বিল অব এক্সপোর্ট অর্থ Customs Act, 1969 (IV of 1969) ” এর section 2(d) তে সংজ্ঞায়িত  “bill of export”,

“নরষষ ড়ভ বীঢ়ড়ৎঃ”।]

(ধ) বোর্ড অর্থ National Board of Revenue order, 1972 (P.O No.76 of 1972) এর অধীন গঠিত National Board of Revenue;

২৭[(ধধ) বৃহৎ করদাতা ইউনিট (Large Taxpayer Unit বা LTU)” অর্থ ধারা ৮ঘ এর অধীন গঠিত বৃহৎ করদাতা ইউনিট;]

২৮[(ন) ব্যক্তি অর্থে কোনো ব্যক্তি, নিগমিত হউক বা না হউক, কোন কোম্পানী বা সমিতি, অংশীদারী কারবার, ফার্ম, সংবিধিবদ্ধ বা অন্যবিধ সংস্থা বা প্রতিষ্ঠান বা উহাদের প্রতিনিধিও ইহার অন্তর্ভুক্ত হইবে;]

(প) মূল্য সংযোজন কর কর্মকর্তা অর্থ এই আইনের ধারা ২০ এর অধীন নিযুক্ত কোন কর্মকর্তা;

(ফ) শূন্য করারোপযোগ্য পণ্য বা সেবা অর্থ রপ্তানিকৃত বা রপ্তানিকৃত বলিয়া গণ্য কোনো পণ্য বা সেবা বা ধারা ৩ এর উপ-ধারা (২) এ উল্লিখিত কোন খাদ্য বা অন্য কোন সামগ্রী যাহার উপর মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক আরোপিত হইবে না এবং যাহার প্রস্তুতকরণ বা উৎপাদনে ব্যবহৃত উপকরণসমূহের উপর প্রদত্ত সকল কর ও শুল্ক (২৯[আগাম আয়কর এবং রপ্তানি পণ্য প্রস্তুতকরণে বা উৎপাদনে ব্যবহৃত, সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এতদুদ্দেশ্যে নির্ধারিত, কোন উপকরণের উপর প্রদত্ত সম্পূরক শুল্ক] ব্যতীত) ফেরত প্রদেয় হইবে;

৩০[(ফফ) ***]

(ব) সংশ্লিষ্ট কর্মকর্তা অর্থ এইরূপ কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা যিনি এই আইনের অধীন কতিপয় দায়িত্ব পালনের জন্য বোর্ডের নিকট হইতে বোর্ড কর্তৃক জারীকৃত সরকারী গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত হইয়াছেন;

৩১[(ভ) সর্বমোট প্রাপ্তি অর্থ করযোগ্য সেবা প্রদানকারী কর্তৃক প্রদত্ত সেবার বিনিময়ে মূল্য সংযোজন কর ৩২[***]ব্যতীত কমিশন বা চার্জসহ প্রাপ্য বা প্রাপ্ত মুদয় অর্থ;]

৩৩[(ম) সরবরাহ” অর্থ ধারা ১৫ ও ১৭ এর অধীনে নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য কোন ব্যক্তি কর্তৃক বাংলাদেশে প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্য বা প্রদত্ত বা আমদানিকৃত সেবা বা আমদানিকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যের বা সেবার ক্ষেত্রে পণের বিনিময়ে বিক্রয়, হস্তান্তর বা পণের বিনিময়ে অন্য কোন উপায়ে উক্তরূপ পণ্যের বা সেবার নিষ্পত্তিকরণ; এবং নিম্নবর্ণিত কার্যাবলীও ইহার অন্তর্ভুক্ত হইবে

(অ) ব্যবসায় কার্য পরিচালনাকালে অর্জিত, প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্যের বা সেবার ব্যক্তিগত,ব্যবসায় সংক্রান্ত বা ব্যবসায় বহির্ভূত কার্যে ব্যবহার;

(আ) কোন ব্যক্তির ঋণ পরিশোধের নিমিত্তে কোন পণ্যের বা সেবার নিলাম বা বিলিবন্দেজ;

(ই) কোন ব্যক্তির নিবন্ধন বাতিলের অব্যবহিত পূর্বে তৎকর্তৃক কোন করযোগ্য পণ্যের বা সেবার দখল;

(ঈ) পণ্যের প্রস্তুত বা উৎপাদন বা ব্যবসায়স্থল হইতে পণ্য খালাস বা অপসারণ;

(উ) সরকার কর্তৃক, প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত অন্য কোন প্রকার লেনদেন;]

৩৪[(মম) সম্মাননাপত্র অর্থ ধারা ৩৬ক এর অধীন কমিশনার কর্তৃক ইস্যুকৃত মূল্য সংযোজন কর সম্মাননাপত্র;]

৩৫[(য) “স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়” অর্থ ৩৬[রাজস্ব কর্মকর্তা], মূল্য সংযোজন কর-এর কার্যালয়, মূল্য সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিট-এর আওতাধীন ৩৭[রাজস্ব কর্মকর্তা]-এর অধীনে ন্যস্ত যেকোনো শাখা এবং বোর্ড কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত অন্যকোনো কার্যালয়;]

৩৮[(র) স্পেশাল জজ অর্থ “Criminal Law Amendment Act, 1958 (Act No. XL of 1958) এর section 3 এর sub-saction (1) এর অধীন নিযুক্ত Special Judge;]

৩৯(ল) রপ্তানি অর্থ বাংলাদেশের অভ্যন্তর হইতে বাংলাদেশের অধিক্ষেত্রাধীন সমুদ্র অঞ্চলসহ উহার ভৌগোলিক সীমা রেখার বাহিরে কোনো পণ্য বা সেবা সরবারাহ; এবং

৪০[(শ) রপ্তানিকৃত বলিয়া গণ্য বলিয়া অর্থে নিম্নবর্ণিত পণ্য বা সেবা অন্তর্ভুক্ত হইবে, যথাঃ-

(অ) বাংলাদেশের অভ্যন্তরে ভোগ বা সরবরাহের জন্য অভিপ্রেত নয় এইরূপ পণ্য বা সেবা উৎপাদনে, ব্যবস্থাপনায়, পরিবহনে বা বিপণনে প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি, অবকাঠামো বা অন্য কোন বস্তু যা বিদেশী মুদ্রায় বিনিয়োগ বা সরাসরি বিদেশ হইতে প্রত্যাবাসিত বৈদেশিক মুদ্রার বিনিময়ে সরবরাহ করা হয় এবং পানি, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন বা উপকরণ হিসেবে ব্যবহৃত হয় অন্য যে কোন সেবা; ৪১[***]

(আ) কোন আন্তর্জাতিক চুক্তি বা সমঝোতা স্মারকের আওতায় কর আরোপ না করার সুনির্দিষ্ট শর্তে,বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, বৈদেশিক মুদ্রার বিনিময়ে বাংলাদেশের অভ্যন্তরে সরবরাহকৃত পণ্য বা সেবা;৪২[;এবং]]

৪৩[(ই) আন্তর্জাতিক দরপত্রের আওতায়, বিধি দ্ধারা নির্ধারিত পদ্ধতিতে, বৈদেশিক মুদ্রার বিনিময়ে বাংলাদেশের অভ্যন্তরে সরবরাহকৃত পণ্য বা সেবা।]

অর্থ আইন,১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ধারা ১১(২)(ক) বলে “,বিষয় এবং প্রসংগের” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।

অর্থ আইন,১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ধারা ১১(২)(খ) বলে “বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক”  শব্দগুলি ওকমা বিলুপ্ত।

অর্থ আইন,১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ধারা ৬(১)(ক)বলে প্রতিস্থাপিত।

অর্থ আইন,২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭১(ক)বলে সন্নিবেশিত।

অর্থ আইন,১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ধারা ৭(২)(ক)বলে প্রতিস্থাপিত।

অর্থ আইন,১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ধারা ৭(২)(ক)বলে প্রতিস্থাপিত।

অর্থ আইন,২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ধারা ৩৭(ক)বলে প্রতিস্থাপিত।

অর্থ আইন,২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭১(খ)বলে প্রতিস্থাপিত।

অর্থ আইন,২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ধারা ৬২(ক)বলে “উৎসে কর্তিত” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।

অর্থ আইন,২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ধারা ৭৫(ক)বলে বিলুপ্ত।

১০অর্থ আইন,২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ধারা ৮৫(ক)বলে প্রতিস্থাপিত।

১১অর্থ আইন,১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং আইন) এর ধারা ৮(১)বলে “কালেক্টর” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

১২অর্থ আইন,১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং আইন) এর ধারা ৮(১)বলে “কালেক্টর” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

১৩অর্থ আইন,১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ধারা ১১(১)বলে “ফর্মে” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

১৪অর্থ আইন,২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ধারা ৮৫(খ)বলে “কালেক্টর” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

১৫অর্থ আইন,২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ধারা ৮৫(গ)বলে প্রতিস্থাপিত।

১৬অর্থ আইন,২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ধারা ৭৫(খ)বলে বিলুপ্ত।

১৭অর্থ আইন,২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ধারা ৬২(খ)বলে সন্নিবেশিত।

১৮অর্থ আইন,২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ধারা ৪৫(ক)বলে বিলুপ্ত।

১৯অর্থ আইন,২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ধারা ৩১(১)বলে প্রতিস্থাপিত।

২০অর্থ আইন,২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ধারা ৮৫(ঘ)বলে প্রতিস্থাপিত।

২১অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ধারা ১১(২) বলে সন্নিবেশিত।

২২অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ধারা ৪৫(খ) বলে দফা (থথ) এর পরিবর্তে নূতন দফা (থথ), (থথথ) এবং (থথথথ) প্রতিস্থাপিত।

২৩অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ধারা ৪৬(খ) বলে “পণ্যের বিনিময়ে” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।

২৪অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ধারা ৪৬(গ) দ্বারা “পণ্যের বিনিময়ে” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।

২৫অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ধারা ৪৬(ঘ)বলে প্রতিস্থাপিত। ।

২৬অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ধারা ৭৫ বলে বিলুপ্ত।

২৭অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ধারা ৪৫(ঘ) বলে সন্নিবেশিত।

২৮অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭১(ঙ) বলে প্রতিস্থাপিত।

২৯ অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ধারা ১১(২)(ঙ)“আগাম আয়কর” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।

 

৩০অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ধারা ৭৫(ঘ) বলে বিলুপ্ত।

৩১অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ধারা ৭৫(ঙ) বলে প্রতিস্থাপিত।

৩২অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ধারা ৩১(২) বলে “বা আগাম আয়কর” শব্দগুলি বিলুপ্ত।

৩৩অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭১(গ) বলে প্রতিস্থাপিত ।

৩৪অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ধারা ৬২(গ) বলে সন্নিবেশিত।

৩৫অর্থ অধ্যাদেশ, ২০০৭ (২০০৭ সনের ১০ নং অধ্যাদেশ) এর ধারা ৫৮(ক) বলে প্রতিস্থাপিত।

৩৬অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭১(ঘ) বলে “সুপারিনটেনডেন্ট” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।

৩৭অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭১(ঘ) বলে “সুপারিনটেনডেন্ট” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।

৩৮অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭১(চ)বলে সন্নিবেশিত।

৩৯অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ধারা ৪৬(ছ)বলে সন্নিবেশিত।

৪০অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭১(ছ) বলে প্রতিস্থাপিত।

৪১ অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ধারা ৩৭(খ)(১) বলে বিলুপ্ত।

৪২ অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ধারা ৩৭(খ)(২) বলে সংযোজিত।

৪৩ অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ধারা ৩৭(খ)(৩) বলে সংযোজিত।

১[২ক। আইনের প্রাধান্য

আপাততঃ বলবৎ অন্য কোন আইন, বিধি, প্রবিধান, চুক্তি বা আইনের ক্ষমতাসম্পন্ন অন্য কোন দলিলে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে।]

অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ধারা ৬৩ বলে সন্নিবেশিত।

৩। মূল্য সংযোজন কর আরোপ

(১) প্রথম তফসিলে উল্লিখিত পণ্যসমূহ ব্যতীত বাংলাদেশে আমদানিকৃত সকল পণ্য এবং উক্ত তফসিলে উল্লিখিত পণ্যসমূহ ব্যতীত সকল পণ্যের সরবরাহের উপর এবং [দ্বিতীয় তফসিলে উল্লিখিত সেবাসমূহ ব্যতীত [বাংলাদেশে আমদানিকৃত বা][বাংলাদেশে প্রদত্ত] সকল সেবার উপর ধারা ৫ এ বর্ণিত মূল্যের ভিত্তিতে পনের শতাংশ হারে মূল্য সংযোজন কর ধার্য ও প্রদেয় হইবে।

(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত পণ্য বা সেবার উপর শূন্য হারে কর আরোপিত হইবে; যথা:

(ক) বাংলাদেশ হইতে রপ্তানিকৃত বা রপ্তানিকৃত বলিয়া গণ্য কোন পণ্য বা সেবা;

[(কক) ***]

[(খ)Customs Act, 1969 (IV of 1969) অতঃপর Customs Act উল্লিখিত, এর

section 24 মোতাবেক বাংলাদেশ হইতে বিদেশগামী কোন যানবাহনে বাংলাদেশের বাহিরে

ভোগের জন্য সরবরাহকৃত খাদ্য ও অন্যান্য সামগ্রী:

তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত পণ্যের বা সেবার ক্ষেত্রে এই উপ-ধারা প্রযোজ্য হইবে না, যথা:-

(অ) বাংলাদেশে পুনঃ আমদানিকৃত বা পুনঃ আমদানির জন্য অভিপ্রেত কোন পণ্য বা সেবা;

(আ)Customs Act এর section 131 মোতাবেক রপ্তানির জন্য উপস্থাপন করা হইয়াছে, কিন্তু রপ্তানি চালান (bill of export) দাখিলের ৩০ দিন বা কমিশনার কর্তৃক এতদুদ্দেশ্যে বর্ধিত

সময়ের মধ্যে রপ্তানি হয় নাই, এইরূপ কোন পণ্য বা সেবা।]

[(৩) মূল্য সংযোজন কর প্রদান করিবেন,―

(ক) আমদানীকৃত পণ্যের ক্ষেত্রে, আমদানী পর্যায়ে আমদানীকারক;

(খ) বাংলাদেশে প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্যের ক্ষেত্রে, প্রস্তুতকরণ বা উৎপাদন পর্যায়ে সরবরাহকারী;

(গ) সেবা প্রদানের ক্ষেত্রে, সেবা প্রদানকারী; এবং

[(ঘ) বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার বাহির হইতে সেবা সরবরাহের ক্ষেত্রে, সেবা গ্রহণকারী; এবং

(ঙ) অন্যান্য ক্ষেত্রে, [সরবরাহকারী ও সেবাগ্রহণকারী]।]]

[(৩ক) ***]

১০[(৪) এই ধারার অধীন মূল্য সংযোজন কর ধার্য ও প্রদানের উদ্দেশ্যে কোন আমদানিকৃত বা

সরবরাহকৃত পণ্যের শ্রেণীবিন্যাস (Classification) এর ক্ষেত্রে Customs Act এর অধীন উক্ত পণ্যের

শ্রেণীবিন্যাস প্রযোজ্য হইবে।]

১১[(৫) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড, জনস্বার্থে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা-

(ক) যে কোন করযোগ্য পণ্য বা পণ্য শ্রেণীকে করযোগ্য সেবা এবং যে কোন করযোগ্য সেবাকে করযোগ্য পণ্য হিসেবে ঘোষণা করিতে পারিবে; এবং

(খ) করযোগ্য যে কোন সেবার, পরিধি নির্ধারণের লক্ষ্যে, ব্যাখ্যা প্রদান করিতে পারিবে।]

অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ধারা ৮৬(ক) বলে “দ্বিতীয় তফসিলে উল্লিখিত” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।

অর্থ আইন, ২০১২ (২০১২ সনের ২৬ নং আইন) এর ধারা ৫৯ বলে সন্নিবেশিত।

অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ধারা ২(৩) বলে সন্নিবেশিত।

অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭২(ক)(অ) বলে বিলুপ্ত

অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭২(ক)(আ) বলে প্রতিস্থাপিত 

অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ধারা ৮(২)

অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭২(খ)বলে উপ-ধারা (৩) এর দফা (ঘ) এর পরিবর্তে নূতন দফা যথাক্রমে দফা (ঘ) এবং (ঙ) প্রতিস্থাপিত।

অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ধারা ৬৪ দ্বারা “সরবরাহকারী” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।

অর্থ আইন, ২০০১ (২০০১ সনের ৩০ নং আইন) এর ধারা ৭২ দ্বারা বিলুপ্ত।

১০অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ধারা ১১(৩)বলে প্রতিস্থাপিত।

১১অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ধারা ৮৬(গ) বলে সংযোজিত।

৪। করহার প্রয়োগ

(১) করযোগ্য পণ্যের সরবরাহ বা করযোগ্য সেবা প্রদানের ক্ষেত্রে মূল্য সংযোজন করের হার হইবে, উক্ত পণ্য বা সেবার উপর ধারা ৬ এর উপ-ধারা (২) বা ক্ষেত্রমত, উপ-ধারা (৩) এ উল্লিখিত সময়ে যে হারে মূল্য সংযোজন কর প্রযোজ্য হয় সেই হার।

[(২) করযোগ্য পণ্য আমদানির ক্ষেত্রে, মূল্য সংযোজন করের হার হইবে Customs Act, 1969 (IV of 1969) এর section 30 এর অধীন নির্ধারিত তারিখে যেই হারে মূল্য সংযোজন কর প্রযোজ্য হয় সেই হার।]

[(৩) করযোগ্য সেবা আমদানির ক্ষেত্রে, মূল্য সংযোজন করের হার হইবে, উক্ত সেবার মূল্য পরিশোধের সময়ে প্রযোজ্য মূল্য সংযোজন করের হার।]

 অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ধারা ৩২ বলে) প্রতিস্থাপিত।

 অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭৩ বলে সংযোজিত।

৫। মূল্য সংযোজন কর ধার্যের জন্য মূল্য নিরূপণ

(১) পণ্য আমদানির ক্ষেত্রে যেই মূল্যের উপর মূল্য সংযোজন কর প্রদেয় হইবে তাহা নিরূপণ করা হইবে Customs Act এর section 25 অথবা section 25A  এর অধীন আমদানি শুল্ক আরোপনীয় মূল্যের সহিত আমদানি শুল্ক এবং সম্পূরক শুল্কসহ অন্যান্য শুল্ক ও কর (যদি কিছু থাকে), আগাম আয়কর ব্যতীত, যোগ করিয়া।

 

(২) উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে, পণ্য সরবরাহের ক্ষেত্রে যেই মূল্যের উপর মূল্য সংযোজন কর প্রদেয় হইবে তাহা হইবে, উক্ত পণ্যের [প্রস্তুতকারক বা উৎপাদক বা ব্যবসায়ী] কর্তৃক ক্রেতার নিকট হইতে প্রাপ্য প্রাপ্য পণ, যাহাতে প্রস্তুতকারক বা উৎপাদক বা [ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত উপকরণ মূল্য, যাবতীয় ব্যয় ও তৎকর্তৃক প্রযোজ্য ক্ষেত্রে, প্রদত্ত কমিশন, চার্জ, ফি ও সম্পূরক শুল্কসহ সকল শুল্ক ও কর (মূল্য সংযোজন কর ব্যতীত) এবং মুনাফা অন্তর্ভুক্ত থাকিবে]:

[*]][:

[[*] শর্ত থাকে যে, কোন ব্যবসায়ী কর্তৃক নির্দিষ্ট পণ্য বা পণ্য শ্রেণীর সরবরাহের ক্ষেত্রে বোর্ড, সরকারী গেজেটে প্রজ্ঞাপনের দ্বারা মূল্য সংযোজন করের ভিত্তি নিরূপণের উদ্দেশ্যে উক্ত পণ্য বা পণ্য শ্রেণীর মূল্য সংযোজনের হার এবং পরিমাণ নির্দিষ্ট করিতে পারিবে।]

[(২ক) কোন নিবন্ধিত উৎপাদক কর্তৃক চুক্তির ভিত্তিতে অন্য কোন নিবন্ধিত উৎপাদকের ব্র্যান্ডযুক্ত পণ্য

উৎপাদনের ক্ষেত্রে, বোর্ড, বিধি দ্বারা উক্ত পণ্যের মূল্য নিরূপণের পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।]

[(২খ) কোন উৎপাদনকারী বা আমদানীকারক পণ্যের গায়ে বা ধারকে বা প্যাকেটে মুদ্রিত আকারে অভিন্ন মূল্যে পণ্য সরবরাহ করিতে চাহিলে উৎপাদনকারী কর্তৃক উৎপাদন পর্যায়ে এবং আমদানীকারক কর্তৃক সরবরাহ পর্যায়ে, বোর্ডের পূর্বানুমোদনক্রমে এবং সমুদয় কর পরিশোধ সাপেক্ষে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে,উহা সরবরাহ করিতে পারিবে।]

[(২গ) উপ-ধারা (২) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার কোন পণ্য বা সেবার মূল্য স্থিতিশীল

রাখার অভিপ্রায়ে সরকারি কোন দপ্তর বা অপর কোন সংস্থার মাধ্যমে উক্ত পণ্য বা সেবার একক মূল্য নির্ধারণ করিলে উক্ত নির্ধারিত মূল্য হইতে পশ্চাদগণনার মাধ্যমে (back calculation) উৎপাদন বা সেবা প্রদান স্তরে প্রদেয় সমুদয় মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আদায়যোগ্য হইবে।]

(৩) যে পণ্যের ক্ষেত্রে খুচরা মূল্যের ভিত্তিতে মূল্য সংযোজন কর আরোপিত হইবে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, তাহা স্থির করিতে পারিবে এবং মূল্য সংযোজন কর আরোপের ক্ষেত্রে উক্ত পণ্যের খুচরা মূল্য হইবে উহার প্রস্তুতকারক বা উৎপাদক কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তার অনুমোদনক্রমে, নির্ধারিত সেই মূল্য যাহাতে

সকল প্রকার ব্যয়, কমিশন, চার্জ, শুল্ক ও কর অন্তর্ভুক্ত থাকিবে এবং উক্ত পণ্যে বিশেষ ছাপ (brand) বা চিহ্ন যুক্ত করিয়া উহা যেই মূল্যে (যাহা উক্ত পণ্যের গায়ে বা উহার প্রতিটি মোড়ক, থলিয়া বা কোষে সুস্পষ্ট, লক্ষণীয় ও অনপনীয়ভাবে মুদ্রিত করা হয়) সাধারণ ভোক্তাদের নিকট বিক্রয় হইবে।

(৪) সেবা প্রদানের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ধার্য করা হইবে সর্বমোট প্রাপ্তির উপর:

১[তবে শর্ত থাকে যে, কোন নির্দিষ্ট সেবার ক্ষেত্রে বোর্ড, আদেশ দ্বারা, প্রকৃত মূল্য সংযোজনের অথবা তৎকর্তৃক এতদুদ্দেশ্যে সরকারী গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে মূল্য সংযোজনের নির্ধারিত হারের ভিত্তিতে মূল্য সংযোজন কর ধার্য করিতে পারিবে] ১০[:

আরও শর্ত থাকে যে, সেবা প্রদানকারী বিনামূল্যে সেবা প্রদান করিলেও সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত সেবার উপর ন্যূনতম মূল্য সংযোজন কর ধার্য করিতে পারিবে।]

১১[(৪ক) কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যবসায়ী কর্তৃক পণ্য সরবরাহের ক্ষেত্রে, কোন নির্দিষ্ট কর মেয়াদে উক্ত ব্যবসায়ীর সরবরাহ বাবদ প্রাপ্ত বা প্রাপ্ত বলিয়া বিবেচিত মোট মূল্য, যাহা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিরূপিত হইবে, এর ভিত্তিতে মূল্য সংযোজন কর আরোপ করা যাইবে।]

(৫) যেই পণ্যের ক্ষেত্রে বাণিজ্য বাটা (trade discount) প্রদান করা হয় সেই পণ্যের ক্ষেত্রে, মূল্য সংযোজন কর আরোপযোগ্য হইবে বাণিজ্য বাটা প্রদানের পর যেই মূল্যে উহা সরবরাহ করা হয় সেই মূল্যের উপর:

তবে শর্ত থাকে যে, বাণিজ্য বাটা প্রদানের পর যেই মূল্যে উক্ত পণ্য সরবরাহ করা হয় উহা চালানপত্রে উল্লেখ করিতে হইবে এবং প্রদত্ত বাণিজ্য বাটার পরিমাণ সাধারণ ব্যবসায় রীতির সহিত সঙ্গতিপূর্ণ হইতে হইবে।

১২[(৬) ***]

১৩[(৭) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, যদি বোর্ড, জনস্বার্থের গুরুত্ব বিবেচনা ও যথোপযুক্ত অনুসন্ধানপূর্বক সন্তুষ্ট হয় যে কোন করযোগ্য পণ্য বা সেবার ক্ষেত্রে মূল্য সংযোজন কর, বা ক্ষেত্রমতে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ধার্য করার নিমিত্তে উহার ট্যারিফ মূল্য নির্ধারণ করা সমীচীন তাহা হইলে বোর্ড সরকারী গেজেটে জারিকৃত আদেশ দ্বারা উক্ত করযোগ্য পণ্য বা সেবার ট্যারিফ মূল্য নির্ধারণ করিতে পারিবে।]

অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ধারা ৬(৩)(ক) বলে “প্রস্তুতকারক বা উৎপাদক” শব্দগুলির পরিবর্তে প্রতিস্থাপিত।

অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ধারা ৮৭ দ্বারা প্রতিস্থাপিত।

অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭৪ দ্বারা এর প্রথম শর্তাংশ বিলুপ্ত।

অর্থ আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১৫ নং আইন) এর ধারা ৬ এর উপ-ধারা (২) দ্বারা সংযোজিত।

অর্থ আইন, ২০০১ (২০০১ সনের ৩০ নং আইন) এর ধারা ৭৩ বলে প্রতিস্থাপিত।

অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭৪ বলে বিলুপ্ত।

অর্থ অধ্যাদেশ, ২০০৭ (২০০৭ সনের ১০ নং অধ্যাদেশ) এর ধারা ৫৯ বলে প্রতিস্থাপিত।

অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ধারা ৪৬ বলে সন্নিবেশিত।

অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ধারা ৪৮(ক) বলে সন্নিবেশিত।

১০অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ধারা ৪৮(খ) বলে সন্নিবেশিত।

১১অর্থ আইন, ১৯৯৮ (১৯৯৮ সনের ১৪ নং আইন) এর ধারা ৭(৫)বলে সংযোজিত।

১২অর্থ আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১১ নং আইন) এর ধারা ৯(২)বলে বিলুপ্ত।

১৩অর্থ আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১১ নং আইন) এর ধারা ৯(২)বলে সন্নিবেশিত।

৬। পরিশোধের সময় ও পদ্ধতি

(১) আমদানিকৃত পণ্যের উপর মূল্য সংযোজন কর Customs Act এবং উহার অধীন প্রণীত বিধি মোতাবেক আমদানি শুল্কের মতো এইরূপ একই পদ্ধতি ও সময়ে প্রদত্ত হইবে যেন উহা উক্ত Act এর অধীন একটি আমদানি শুল্ক; এবং উক্ত মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক সংক্রান্ত কোন বিষয় নিয়ন্ত্রণের জন্য এই আইনের অধীন প্রদত্ত বা জারীকৃত বিধিমালা, আদেশসমূহ বা নির্দেশাবলী, যদি থাকে, সাপেক্ষে উক্ত Act এবং তদধীনে জারীকৃত বা প্রদত্ত বিধিমালা, আদেশসমূহ বা নির্দেশাবলী, যতদূর সম্ভব, মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্কের প্রতি এইরূপে প্রযোজ্য হইবে যেইরূপে উহা আমদানি শুল্কের প্রতি প্রযোজ্য হয়।

(২) কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি কর্তৃক ব্যবসায় কার্য পরিচালনা বা সম্প্রসারণের লক্ষ্যে [প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্য বা আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যের] উপর মূল্য সংযোজন কর প্রদেয় হইবে নিম্নবণিত কার্যাবলীর মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে, উহা সংঘটিত হওয়ার সময়ে―

(ক) যখন পণ্য অর্পণ (delivery) বা সরবরাহ করা হয়;

(খ) যখন পণ্য সরবরাহ সংক্রান্ত চালানপত্র প্রদান করা হয়;

(গ) যখন কোন পণ্য ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় বা অন্যের ব্যবহারের জন্য প্রদান করা হয়;

(ঘ) যখন আংশিক বা পূর্ণ মূল্য পাওয়া যায়।

(৩) কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি কর্তৃক ব্যবসায় পরিচালনা বা সম্প্রসারণকালে প্রদত্ত সেবার উপর মূল্য সংযোজন কর প্রদেয় হইবে নিম্নবর্ণিত কার্যাবলির মধ্যে যাহা সর্বাগ্রে ঘটে, উহা সংঘটিত হওয়ার সময়ে-

(ক) যখন সেবা প্রদান করা হয়;

(খ) যখন সেবা প্রদান সংশ্লিষ্ট চালানপত্র প্রদান করা হয়;

(গ) যখন আংশিক বা পূর্ণ মূল্য পাওয়া যায় [;

[(ঘ) বাংলাদেশের ভৌগোলিক সীমানার বাহির হইতে বাংলাদেশে সেবার সরবরাহ গ্রহণ করা হইলে যখন আংশিক বা পূর্ণ মূল্য পরিশোধ করা হয়।]

[(৪) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, যে কোন পণ্য,পণ্যশ্রেণী বা সেবার ক্ষেত্রে মূল্য সংযোজন কর বা ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক পরিশোধের সময় ও পদ্ধতি নির্ধারণসহ,অগ্রিম পরিশোধের [বা উৎসে কর্তনের] বিধান করিতে পারিবে।]

[(৪ক) উপ-ধারা (৪) এ যাহা কিছুই থাকুক না কেন বোর্ড, সরকারী গেজেট প্রজ্ঞাপন দ্বারা, উক্ত প্রজ্ঞাপনে নির্ধারণকৃত তারিখ হইতে যে কোন পণ্য বা পণ্য শ্রেণীর উপর প্রযোজ্য মূল্য সংযোজন কর বা,ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আদায়ের উদ্দেশ্যে নির্দিষ্টকৃত মূল্যমানের নিরাপত্তামূলক ব্যবস্থা সম্বলিত বিশেষ আকার ও ডিজাইনের স্ট্যাম্প (stamp) বা ব্যান্ডরোল (banderol) বা বিশেষ চিহ্ন বা ছাপ উক্ত পণ্যের মোড়ক বা ধারক বা পাত্রের গায়ে ব্যবহার করার নির্দেশ প্রদান করিতে পারিবে; এবং এইরূপ স্ট্যাম্প বা ব্যান্ডরোল বা বিশেষ চিহ্ন বা ছাপ এর ব্যবহার, বিতরণ, সংরক্ষণ, তদারকি, পর্যবেক্ষণ, হিসাব সংরক্ষণ ও মোড়কজাতকরণ বিষয়ে সংশ্লিষ্ট সকল পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।

(ব্যাখ্যা: এই উপ-ধারায় [স্ট্যাম্প বা ব্যান্ডরোল] অর্থে বোর্ড কর্তৃক নির্দিষ্ট রং, ডিজাইন, পরিমাপ ও নিরাপত্তামূলক ব্যবস্থা সম্বলিত দলিল (Security Instrument)-কে বুঝাইবে।)]

[[(৪কক) এই ধারার অন্যান্য বিধানাবলী সত্ত্বেও, কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক প্রদেয় মূল্য সংযোজন কর বোর্ড কর্তৃক, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, সেবা গ্রহণকারী বা, ক্ষেত্রমত, সেবার মূল্য বা কমিশন পরিশোধকারী কর্তৃক সেবার মূল্য বা কমিশন পরিশোধকালে ১০[,প্রযোজ্য হারে,] উৎসে আদায় বা কর্তনপূর্বক সরকারী ট্রেজারীতে জমা করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, ১১[***] কোন প্রকল্পের আওতায় কোন সেবা গ্রহণকারী কর্তৃক প্রদেয় মূল্য সংযোজন কর যদি সেবা গ্রহণকারী বা, ক্ষেত্রমত, সেবার মূল্য বা কমিশন পরিশোধকারী ব্যক্তি সেবার মূল্য বা কমিশন পরিশোধকালে বোর্ড কর্তৃক, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উৎসে আদায় বা কর্তনপূর্বক সরকারী

ট্রেজারীতে জমা করেন এবং উক্ত সেবা সরবরাহকারী ব্যক্তি কর্তৃক উক্ত সমুদয় সেবার অংশবিশেষ সরবরাহের কোন সাব-কন্ট্রাক্টর, এজেন্ট বা অন্য কোন সেবা সরবরাহকারী ব্যক্তিকে নিয়োগ করেন, সেইক্ষেত্রে উক্ত সেবা সরবরাহকারীর সাব-কন্ট্রাক্টর, এজেন্ট বা নিয়োগকৃত অন্য কোন সেবা সরবরাহকারী ব্যক্তির নিকট হইতে, উক্ত সেবার উপর প্রাথমিক পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর আদায় বা কর্তন এবং সরকারী ট্রেজারীতে জমা প্রদানের দালিলিক প্রমাণাদি উপস্থাপন সাপেক্ষে পুনরায় উৎসে মূল্য সংযোজন কর আদায় করা যাইবে না।]

১২(৪ককক) বোর্ড, আদেশ দ্বারা সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান বা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানী, শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্ষেত্রমত, অন্য কোন দপ্তর বা প্রতিষ্ঠান কর্তৃক সেবা গ্রহণের ক্ষেত্রে সেবাগ্রহণকারী কর্তৃক উৎসে মূল্য সংযোজন কর আদায়, কর্তন ও সরকারি ট্রেজারীতে জমা প্রদানের উদ্দেশ্যে সেবার কোড উল্লেখসহ সেবাপ্রদানকারীর তালিকা নির্ধারণ করিতে পারিবে।

১৩[(৪খ) উপ-ধারা (৪কক) এর অধীন উৎসে মূল্য সংযোজন কর আদায় বা কর্তনকারী ব্যক্তি সংশ্লিষ্ট সেবা সরবরাহকারী ব্যক্তিকে অনুরূপ আদায় বা কর্তন সম্পর্কে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, একটি প্রত্যয়নপত্র প্রদান

করিবেন, যাহাতে নি¤œবর্ণিত তথ্যাদি অর্ন্তভুক্ত থাকিবে, যথা:-

(অ) মূল্য সংযোজন করদাতার নিবন্ধন সংখ্যা;

(আ)প্রদত্ত সেবা বাবদ পরিশোধিত মোট সেবা মূল্য বা কমিশন;

(ই) মূল্য সংযোজন কর নিরূপনযোগ্য সেবা মূল্য বা কমিশন;

(ঈ) আদায় বা কর্তনকৃত মূল্য সংযোজন কর এর পরিমাণ; এবং

(উ) প্রয়োজনীয় অন্য কোন তথ্য।]

১৪[(৪গ) ***]

১৫[(৪ঘ) আইনের ধারা ৫ এর উপ-ধারা (৪) এর বিধান অনুযায়ী উৎসে কর্তনকারী সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত হারের ভিত্তিতে প্রদেয় মূল্য সংযোজন কর সেবা সরবরাহকারীর নিকট হইতে সেবা গ্রহণের ক্ষেত্রে উৎসে কর্তন করিবে।]

(৪ঙ) উৎসে কর্তনকারী এবং পণ্য বা সেবা সরবরাহকারী, মূল্য সংযোজন করের উৎসে কর্তনযোগ্য পরিমাণের জন্য, যৌথভাবে দায়বদ্ধ থাকিবেন।

(৪চ) পণ্য বা সেবার সরবরাহকারী কর্র্তৃক সরবরাহের বিপরীতে প্রদেয় মূল্য সংযোজন কর আংশিক উৎসে কর্তনের ফলে সরবরাহকারী অবশিষ্ট মূল্য সংযোজন কর প্রদানের বাধ্যবাধকতা হইতে অব্যাহতি পাইবেন না।

১৬[(৪ছ) উপ-ধারা (৪কক) অনুযায়ী উৎসে মূল্য সংযোজন কর আদায়, কর্তন এবং জমা প্রদানের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও যদি উক্ত উপ-ধারার অধীন সেবার মূল্য বা কমিশন পরিশোধকারী ব্যক্তি মূল্য সংযোজন কর আদায়, কর্তন ও জমা প্রদানে ব্যর্থ হন তাহা হইলে,

(অ) উক্ত মূল্য সংযোজন কর, সেবার মূল্য বা কমিশন উক্ত ব্যক্তির নিকট হইতে মাসিক দুই শতাংশ হারে, সুদসহ, আদায়যোগ্য হইবে এবং উহা এইরূপে আদায় করা হইবে যেন তিনি উপ-ধারা (৪কক) এর অধীন একজন নিবন্ধিত ব্যক্তি;

(আ) উপ-ধারা (৪কক) এর অধীন উৎসে আদায়কৃত, কর্তিত ও জমাকৃত মূল্য সংযোজন কর, এই আইনের বিধানাবলী অনুযায়ী সংশ্লিষ্ট নিবন্ধিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র বলবৎ থাকা সাপেক্ষে, ধারা ৩৫ এ উল্লিখিত দাখিলপত্রে সংশিষ্ট সেবা প্রদানকারী কর্তৃক পরিশোধিত কর

হিসেবে উল্লেখ করা যাইবে।]

১৭(৫) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিম্নবর্ণিত ক্ষেত্রে কর প্রদান করিতে হইবে, যথা:-

(ক) আমদানি পর্যায়ে, আমদানি শুল্কের সাথে;

(খ) উৎপাদন পর্যায়ে এবং ক্ষেত্রমত, ব্যবসায়ী পর্যায়ে, চলতি হিসাব ও দাখিলপত্রের মাধ্যমে;এবং

(গ) অন্যান্য পণ্য ও সেবা সরবরাহের ক্ষেত্রে দাখিলপত্রের মাধ্যমে।]

১৮[(৬) বোর্ড, আদেশ দ্বারা কোন নির্দিষ্ট সেবার ক্ষেত্রে সেবাগ্রহণকারী কর্তৃক কর পরিশোধের বিধান করিতে পারিবে।]

অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ধারা ৬(৪)(ক)বলেপ্রতিস্থাপিত।

অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭৫(ক)বলে প্রতিস্থাপিত।

অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭৫(ক)বলে সংযোজিত।

অর্থ আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১৬ নং আইন) এর ধারা ৭(১) দ্বারা প্রতিস্থাপিত।

অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭৫(খ)বলে সন্নিবেশিত।

অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ধারা ৮৮(ক) বলে সংযোজিত।

অর্থ আইন, ২০০১ (২০০১ সনের ৩০ নং আইন) এর ধারা ৭৪ বলে প্রতিস্থাপিত।

অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ধারা ৮৮(ক) বলে সংযোজিত।

অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭৫(গ)বলে প্রতিস্থাপিত।

১০অর্থ আইন, ২০১৩ (২০০০ সনের ২৫ নং আইন) এর ধারা ৩৮(ক) বলে সন্নিবেশিত।

১১অর্থ আইন, ২০১৩ (২০০০ সনের ২৫ নং আইন) এর ধারা ৩৮(খ) বলে বিলুপ্ত।

১২অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ধারা ৬৫(ক) বলে সন্নিবেশিত।

১৩অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ধারা ৬৫(খ)বলে প্রতিস্থাপিত।

১৪অর্থ আইন, ২০১২ (২০১২ সনের ২৬ নং আইন) এর ধারা ৬০ বলে বিলুপ্ত।

১৫অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ধারা ৬৫(ঘ)বলে প্রতিস্থাপিত।

১৬ অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ধারা ৬৫(ঙ)বলে প্রতিস্থাপিত।

১৭অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭৫(ঘ)বলে প্রতিস্থাপিত।

১৮অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ধারা ৬৫(চ)বলে সংযোজিত।

৭। সম্পূরক শুল্ক আরোপ

(১) বিলাস পণ্য, অত্যাবশ্যক নহে এবং সামাজিকভাবে অনভিপ্রেত

[এবং অন্যান্য পণ্য ও সেবা যাহার উপর জনস্বার্থে সম্পূরক শুল্ক আরোপ করা যুক্তিযুক্ত] তৃতীয় তফসিলে উল্লিখিত এমন পণ্য ও সেবা যাহা বাংলাদেশে রবরাহকৃত, আমদানিকৃত বা প্রদত্ত হয় উহার উপর উক্ত তফসিলে উল্লিখিত হারে সম্পূরক শুল্ক আরোপিত হইবে।

(২) সম্পূরক শুল্ক আরোপের উদ্দেশ্যে পণ্য বা সেবার মূল্য হইবে,

(ক) আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে, আমদানি শুল্ক আরোপের লক্ষ্যে Customs Act এর

section 25 [অথবা section 25A] এর অধীন ৬[আমদানী শুল্ক আরোপনীয় মূল্যের সহিত আমদানী শুল্ক [এবং অন্যান্য শুল্ক ও কর (অগ্রীম আয়কর, সম্পূরক শুল্ক ও মূল্য সংযাজন কর ব্যতিত যোগ] করিয়া যে মূল্য হয় সেই মূল্য];

(খ) বাংলাদেশে প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্যের ক্ষেত্রে, প্রস্তুতকারক বা উৎপাদক কর্তৃক [এবং করযোগ্য অন্যান্য পণ্যের ক্ষেত্রে ব্যবসায়ী কর্তৃক] উক্ত পণ্যের ক্রেতার নিকট হইতে প্রাপ্য পণ [যাহাতে] মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অন্তর্ভুক্ত থাকিবে না; [***]

(গ) বাংলাদেশে প্রদত্ত সেবার ক্ষেত্রে, সেবা প্রদান বাবদ সর্বমোট প্রাপ্তি যাহাতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অন্তর্ভুক্ত থাকিবে না [;এবং]

[(ঘ) যে পণ্যের ক্ষেত্রে খুচরা মূল্যের ভিত্তিতে মূল্য সংযোজন কর আরোপিত হইবে সেই পণ্যের ক্ষেত্রে সম্পূরক শুল্ক আরোপের উদ্দেশ্যে এই আইনের ধারা ৫(৩) এ বর্ণিত খুচরা মূল্য উক্ত পণ্যের মূল্য বলিয়া বিবেচিত হইবে।]

(৩) মূল্য সংযোজন কর যে সময় ও পদ্ধতিতে প্রদান করা হয় সেই একই সময় ও পদ্ধতিতে সম্পূরক শুল্ক প্রদেয় হইবে।

অর্থ আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১৬ নং আইন) এর ধারা ৭(৩) বলে সন্নিবেশিত।

অর্থ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১২ নং আইন) এর ধারা ৮(৪) বলে সন্নিবেশিত।

অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ধারা ৫০ বলে সন্নিবেশিত।

অর্থ আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ১৮ নং আইন) এর ধারা ৬(৫) বলে সন্নিবেশিত।

অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ধারা ১১(৫)(ক) বলে প্রতিস্থাপিত।

অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ধারা ১১(৫)(ক) বলে বিলুপ্ত।

অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ধারা ১১(৫)(খ) বলে প্রতিস্থাপিত।

অর্থ আইন, ১৯৯২ (১৯৯২ সনের ২১ নং আইন) এর ধারা ১১(৫)(খ) বলে সংযোজিত।

৮। টার্ণওভার কর

[(১) করযোগ্য পণ্যের প্রস্তুতকারক বা উৎপাদক বা ব্যবসায়ী বা করযোগ্য সেবা প্রদানকারী কোন ব্যক্তি, যাহার ধারা ১৫ এর অধীন নিবন্ধিত হওয়ার বাধ্যবাধকতা নাই তিনি তাহার বার্ষিক টার্ণওভারের তিন শতাংশ হারে টার্ণওভার কর প্রদান করিবেন।

(১ক) ধারা ৬ এর উপ-ধারা (৪) এর অধীন আমদানি পর্যায়ে অগ্রিম মূল্য সংযোজন কর আদায়ের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রযোজ্য হইবে না।]

(২) সর্বোচ্চ কি পরিমাণ টার্ণওভারের ওপর টার্ণওভার কর প্রদেয় হইবে তাহা র্ধারণ, টার্ণওভার করদাতাগণের তালিকাভুক্তি [ও ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা প্রদান], প্রদেয় টার্ণওভার কর নিরূপণ ও আদায় পদ্ধতি, নিরূপণের বিরুদ্ধে আপীল, অপরাধ ও দন্ডসমূহ, পণ্য আটক, ন্যায়-নির্ণয়ন, বাজেয়াপ্তি ও জরিমানা আরোপ এবং তৎসমূহ সম্পর্কিত আপীল, সংশ্লিষ্ট কর্মকর্তাগণের ক্ষমতা, হিসাবরক্ষণ, কম পরিশোধিত বা বকেয়া কর আদায়, ভুলবশতঃ বা অধিক পরিশোধিত কর প্রত্যর্পণ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।

 (৩) বোর্ড, জনস্বার্থের গুরুত্ব বিবেচনা এবং যথোপযুক্ত অনুসন্ধানপূর্বক সরকারী গেজেটে জারীকৃত আদেশ দ্বারা, উক্ত আদেশে উল্লিখিত সীমা ও শর্তসাপেক্ষে, যে কোন পণ্য বা সেবাকে ‘টার্ণওভার’ কর হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।]

 (৪) বোর্ড, জনস্বার্থের গুরুত্ব বিবেচনা করিয়া এবং যথোপযুক্ত অনুসন্ধানপূর্বক সরকারী গেজেটে জারীকৃত আদেশ দ্বারা, কোন নির্দিষ্ট পণ্য, পণ্যশ্রেণী বা সেবা প্রদানকারীকে বার্ষিক টার্ণওভারের পরিমাণ নির্বিশেষে ধারা ১৫ এর আওতায় নিবন্ধিত হওয়া সহ মূল্য সংযোজন কর প্রদানের আদেশ প্রদান করিতে পারিবে।]

 

 [৮ক ***]

 [৮খ ***]

 [৮গ ***]

 [৮ঘ। বৃহৎ করদাতা ইউনিট গঠন। বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, দেশের সমগ্র এলাকা বা

কোন নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট পরিসীমা বা শ্রেণীর করদাতার নিকট হইতে মূল্য সংযোজন কর [, সম্পূরক শুল্ক ও আবগারী শুল্ক] আদায় ও তত্ত্বাবধানের জন্য উক্ত শ্রেণীর করদাতাদের সমন্বয়ে প্রয়োজনীয় সংখ্যক বৃহৎ করদাতা

ইউনিট (Large Tax Payer Unit বা LTU ) গঠন করিতে পারিবে।]

অর্থ আইন, ২০১২ (২০১২ সনের ২৬ নং আইন) এর ধারা ৬১ বলে প্রতিস্থাপিত।

অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ধারা ৬৬(খ) বলে সন্নিবেশিত।

অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ধারা ৭৭ বলে বিলুপ্ত।

অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ধারা ৭৮ বলে বিলুপ্ত।

অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ধারা ৭৯ বলে বিলুপ্ত।

অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ধারা ৪৭ বলে সংযোজিত।

অর্থ অধ্যাদেশ, ২০০৮ (২০০৮ সনের ৩৩ নং অধ্যাদেশ) এর ধারা ৪১ বলে সন্নিবেশিত

৯। কর রেয়াত

[(১) করযোগ্য পণ্যের সরবরাহকারী, ব্যবসায়ী [,বাণিজ্যিক আমদানীকারক] বা করযোগ্য সেবা প্রদানকারী প্রতি কর মেয়াদে তৎকর্তৃক সরবরাহকৃত পণ্য বা প্রদত্ত সেবার উপর প্রদেয় উৎপাদ করের (output tax) বিপরীতে,নিম্নবর্ণিত ক্ষেত্র ব্যতীত, উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন, যথা:-

(ক) অব্যাহতিপ্রাপ্ত পণ্য উৎপাদনে [বা সেবা প্রদানে] ব্যবহৃত উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর;

(খ) টার্ণওভার করের আওতাভুক্ত করদাতার নিকট হইতে সংগৃহীত উপকরণের উপর পরিশোধিত টার্ণওভার কর;

(গ) পণ্য উৎপাদন বা সেবা প্রদানে ব্যবহৃত উপকরণের উপর পরিশোধিত সম্পূরক শুল্ক;

(ঘ) প্রথমবার ব্যতীত অন্য কোন দফায় পুনঃব্যবহারযোগ্য মোড়কের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর;

(ঙ) করযোগ্য পণ্য উৎপাদন বা করযোগ্য সেবা প্রদানের সহিত সরাসরি সম্পৃক্ত হইলেও কোন দালান-কোঠা বা অবকাঠামো বা স্থাপনা নির্মাণ, সুষমীকরণ, আধুনিকীকরণ, [প্রতিস্থাপন, সম্প্রসারণ,] পুনঃসংস্কারকরণ ও মেরামতকরণ, সকল প্রকার আসবাবপত্র, ষ্টেশনারী দ্রব্যাদি, এয়ারকন্ডিশনার, ফ্যান, আলোক সরঞ্জাম, জেনারেটর ইত্যাদি ক্রয় বা মেরামতকরণ, স্থাপত্য পরিকল্পনা ও নকশা [,যানবাহন, ইত্যাদি ভাড়া বা লীজ গ্রহণ,] ইত্যাদির সহিত সংশ্লিষ্ট পণ্য এবং সেবার উপর পরিশোধিত মূল্য সংযোজন কর;

[(চ) করযোগ্য পণ্য উৎপাদন বা সরবরাহ বা করযোগ্য সেবা প্রদানের সহিত সম্পৃক্ত, বিধি দ্বারা নির্ধারিত, বিভিন্ন পণ্য ও সেবা এবং উহাদের উপর পরিশোধিত মূল্য সংযোজন করের হারের অতিরিক্ত মূল্য সংযোজন কর;]

(ছ) ভ্রমণ, আপ্যায়ন, কর্মচারীর কল্যাণ ও উন্নয়নমূলক কাজের ব্যয়ের বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর;

[(ছছ) ধারা ৫ এর―

(অ) উপ-ধারা (২) এ উল্লিখিত পণ্যের করযোগ্য মূল্য ভিত্তির মধ্যে অন্তর্ভুক্ত নয় এমন [***] উপকরণের বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর;

[(অঅ) মোট উপকরন মূল্য ৭.৫ (সাত দশমিক পাঁচ)শতাংশ এর অধিক বৃদ্ধিপ্রাপ্ত হইলে সংশোধিত মূল্য ঘোষনা প্রদান ব্যতিরেকে ক্রয়কৃত সংগৃহীত উপকরনের উক্ত বর্ধিত মূল্যের উপর প্রযোজ্য উপকরন কর:]

(আ) উপ-ধারা (২) এর দ্বিতীয় শর্তাংশে উল্লিখিত ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত উপকরণের উপর পরিশোধিত উপকরণ কর;]

(জ) ধারা ৫ এর উপ-ধারা (৪) এর বিধান অনুযায়ী কোন নির্দিষ্ট সেবা প্রদানকারী কর্তৃক ক্রীত

উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর;

১০[(জজ) ধারা ৫ এর উপ-ধারা (৪ক) এ উল্লিখিত ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত উপকরণের উপর পরিশোধিত উপকরণ কর;]

(ঝ) ধারা ৫ এর উপ-ধারা (৭) এর বিধান অনুযায়ী নির্ধারিত ট্যারিফ মূল্যের ভিত্তিতে পণ্য সরবরাহকারী ১১[ও সেবা প্রদানকারী] কর্তৃক ক্রীত উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর;

১২[(ঞ) পণ্যের সরবরাহকারী, ব্যবসায়ী বা সেবা প্রদানকারী এবং ক্রেতার নিবন্ধন সংখ্যা ব্যতীত ব্যতীত অন্য কোন নিবন্ধন সংখ্যা সম্বলিত বিল অব এন্ট্রি বা চালানপত্রে উল্লিখিত উপকরণ কর:

তবে শর্ত থাকে যে, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার বাহির হইতে সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর সেবা গ্রহণকারী কর্তৃক পণ্য বা সেবা

সরবরাহ মূল্য বা পণ্য মূল্য ঘোষণায় অন্তর্ভুক্ত থাকা ও সরকারী ট্রেজারীতে উক্ত মূল্য সংযোজন কর পরিশোধের প্রমাণপত্র থাকা সাপেক্ষে রেয়াত গ্রহণ করা যাইবে;]]

১৩[(ট) অন্যের অধিকারে, দখলে বা তত্ত্বাবধানে রক্ষিত পণ্যের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর;

(ঠ) বিধি দ্বারা নির্ধারিত ক্রয় হিসাব পুস্তকে অন্তর্ভুক্ত নয়, এমন উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর;

(ড) ব্যাংক গ্যারান্টির মাধ্যমে খালাসকৃত উপকরণের ক্ষেত্রে যে কারণে ব্যাংক গ্যারান্টি গ্রহণ করা হইয়াছে, তাহা চূড়ান্তভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যাংক গ্যারান্টির অংশের সাথে সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর; এবং

(ঢ) ১৪[একই মালিকানাধীন নিবন্ধিত সরবরাহকারী ও সরবরাহ গ্রহীতার মধ্যে উপকরন আদান-প্রদানের ক্ষেত্র ব্যতিত ]পণ্য বা সেবার উপকরণের ক্রয় মূল্য এক লক্ষ টাকা বা তদূর্ধ্ব হইলে এবং উহার সমুদয় বা আংশিক ক্রয় মূল্য ব্যাংকিং বা ইলেকট্রনিক মাধ্যম ব্যতিত পরিশোধিত হইলে, সেক্ষেত্রে উক্ত ক্রয়মূল্যের উপর পরিশোধিত উপকরণ করঃ

তবে শর্ত থাকে যে, উপকরণের সাথে সম্পৃক্ত দলিলাদি করদাতা তাহার অধিকারে পাওয়া সত্ত্বেও যুক্তিসঙ্গত কোন কারণে একই কর মেয়াদে সমুদয় উপকরণ তাহার উৎপাদন, সরবরাহ বা সেবা প্রদানস্থলে প্রবেশ করাইতে ব্যর্থ হইলে অথবা ভুলবশতঃ একই করমেয়াদে রেয়াত গ্রহণে অসমর্থ হইলে উক্ত উপকরণ উৎপাদন,সরবরাহ বা সেবা প্রদানস্থলে সম্পূর্ণভাবে প্রবেশ করানো সাপেক্ষে পরবর্তী দুইটি করমেয়াদের যে কোন তারিখে উক্ত উপকরণ কর রেয়াত গ্রহণ করা যাইবে।]

১৫[(১ক)***]

১৬[(২) উপ-ধারা (১) এ বর্ণিত ক্ষেত্রসমূহে উপকরণ কর রেয়াত গ্রহণের অধিকার না থাকা সত্ত্বেও কোন ব্যক্তি উক্তরূপ কর রেয়াত গ্রহণ করিলে সংশ্লিষ্ট কর্মকর্তা, ধারা ৩৭ এ যাহা কিছুই থাকুক না কেন, গৃহীত রেয়াত নাকচ করিয়া চলতি হিসাব বা দাখিলপত্রে প্রয়োজনীয় সমন্বয় সাধনের নির্দেশ দিতে পারিবেন।]

১৭[(২ক) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (২) এর অধীন সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নির্দেশের ফলে কোন ব্যক্তি সংক্ষুদ্ধ হইলে তিনি, উক্ত নির্দেশের বিরুদ্ধে নির্দেশ প্রদানের তারিখ হইতে পনের কার্যদিবসের মধ্যে, উক্ত কর্মকর্তার ঊর্ধ্বতন মূল্য সংযোজন কর কর্মকর্তার নিকট লিখিত আপত্তি দাখিল করিতে পারিবেন।]

(২খ) উপ-ধারা (২ক) এর অধীন কোন লিখিত আপত্তি দাখিল করা হইলে, উক্ত কর্মকর্তা লিখিত আপত্তি দাখিলের তারিখ হইতে ১৮[পনের] কার্যদিবসের মধ্যে আপত্তি দাখিলকারী ব্যক্তিকে শুনানীর যুক্তিসঙ্গত সুযোগ প্রদানপূর্বক, উহা নিষ্পত্তি করিবেন এবং উক্ত কর্মকর্তার অনুরূপ কোন আদেশ চূড়ান্ত হইবে।]

(৩) করযোগ্য পণ্যের সরবরাহকারী বা করযোগ্য সেবা প্রদানকারী কোন ব্যক্তি যিনি মূল্য সংযোজন কর আরোপযোগ্য নহে এমন পণ্যও সরবরাহ করেন বা এমন সেবাও প্রদান করেন তিনি মূল্য সংযোজন কর আরোপযোগ্য পণ্য প্রস্তুতে বা উৎপাদনে বা প্রদত্ত সেবায় মোট উপকরণের যে পরিমাণ ব্যবহৃত হইয়াছে সেই পরিমাণের অনুপাতে উৎপাদ করের বিপরীতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন।

১৯[(৪) করযোগ্য পণ্যের সরবরাহকারী বা করযোগ্য সেবা প্রদানকারী বা ব্যবসায়ী কর্তৃক মূল্য সংযোজন  কর পরিশোধিত উপকরণ উৎপাদনস্থল, সেবা প্রদান বা ব্যবসায়স্থলে সংরক্ষণকালে ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত হইলে উক্ত ধ্বংসপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্থ পণ্যের উপকরণ কর বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিষ্পত্তিযোগ্য হইবে।]

অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ধারা ৮৯(ক) বলে প্রতিস্থাপিত।

অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫ নং আইন) এর ধারা ৩৯(ক) বলে সন্নিবেশিত।

অর্থ আইন, ২০১৪ (২০১৪ সনের ৪ নং আইন) এর ধারা ৫৮ বলে সন্নিবেশিত।

অর্থ আইন, ২০০১ (২০০১ সনের ৩০ নং আইন) এর ধারা ৭৫ (ক)(অ) বলে সংস্থাপিত।

অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ধারা ৫১(ক)(অ) বলে সন্নিবেশিত।

অর্থ আইন, ২০০৪ (২০০৪ সনের ১৬ নং আইন) এর ধারা ৪৮(ক) দ্বারা প্রতিস্থাপিত।

অর্থ আইন, ২০০৩ (২০০৩ সনের ১৭ নং আইন) এর ধারা ৩৮(ক) দ্বারা প্রতিস্থাপিত।

অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭৬ (ক) দ্বারা বিলুপ্ত।

অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫নং আইন) এর ধারা ৩৯(খ) বলে সন্নিবেশিত।

১০অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ধারা ৮০(ক)(আ) দ্বারা সন্নিবেশিত।

১১অর্থ অধ্যাদেশ, ২০০৮ (২০০৮ সনের ৩ নং অধ্যাদেশ) এর দ্বারা ৪২ বলে সন্নিবেশিত।

১২অর্থ আইন, ২০১২ (২০১২ সনের ২৬ নং আইন) এর ধারা ৬২ বলে প্রতিস্থাপিত।

১৩অর্থ আইন, ২০১০ (২০১০ সনের ৩৩ নং আইন) এর ধারা ৭৬(ক)(আ) বলে প্রতিস্থাপিত।

১৪অর্থ আইন, ২০১৩ (২০১৩ সনের ২৫নং আইন) এর ধারা ৩৯(খ) বলে সন্নিবেশিত।

১৫অর্থ আইন, ২০১১ (২০১১ সনের ১২ নং আইন) এর ধারা ৬৭ বলে বিলুপ্ত।

১৬অর্থ আইন, ২০০০ (২০০০ সনের ১৫ নং আইন) এর ধারা ৮৯(গ) বলে প্রতিস্থাপিত।

১৭অর্থ আইন, ২০০৯ (২০০৯ সনের ৩৬ নং আইন) এর ধারা ৫১(খ)বলে প্রতিস্থাপিত।

১৮অর্থ অধ্যাদেশ, ২০০৭ (২০০৭ সনের ১০ নং অধ্যাদেশ) এর ধারা ৬০ দ্বারা সংস্থাপিত।

১৯অর্থ আইন, ২০০২ (২০০২ সনের ১৪ নং আইন) এর ধারা ৮০(খ) দ্বারা সংযোজিত