করদাতা যে বছরে আয় করেন তার পরের বছর হলো কর বছর। যেমন, ১ জুলাই ২০১৫ থেকে ৩০ জুন ২০১৬ পর্যন্ত সময়ে করদাতা যে আয় করেন তাঁর কর বছর হবে ২০১৬-২০১৭। আবার পঞ্জিকা বছর অনুযায়ী অর্থাৎ ১ জানুয়ারী ২০১৫ থেকে ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত কোন করদাতা হিসাবের খাতা রাখলে তাঁরও কর বছর হবে ২০১৬-২০১৭। যদি বাংলা বছর অনুযায়ী হিসাবের খাতাপত্র রাখেন অর্থাৎ তার আয় বছর যদি ১৩ এপ্রিল, ২০১৬ তারিখে শেষ হয় তাহলেও কর বছর হবে ২০১৬-২০১৭।