ভাড়ায় চালিত সড়ক যানবাহনের আয়করের হার

এস, আর, ও ১৬০-আইন/আয়কর/২০১৪ তারিখঃ ২৬ জুন, ২০১৪ অনুযায়ী  বাস, মিনিবাস, কোস্টার, ট্যাক্সি ক্যাব, প্রাইমমুভার, ট্রাক, ট্যাংকলরী, পিক-আপ, হিউম্যান হলার, ম্যাক্সি বা মাল বহনকারী অটোরিক্সা এর মালিককে নিম্নবর্ণিত হারে আয়কর প্রদান করতে হবে:-
 

(অ) রেজিষ্ট্রেশন এর তারিখ থেকে দশ বছর অতিক্রান্ত হয়নি এমন যানবাহন এর ক্ষেত্রে-

ক্রঃসড়ক যানবাহনের ধরণঅনুমিত আয়করের হার
(ক)৫২ সিটের অধিক আসন বিশিষ্ট বাসটাকা ১২,৫০০.০০
(খ)৫২ সিট বা উহার কম আসন বিশিষ্ট বাসটাকা ৯,০০০.০০
(গ)অ. তাপানুকূল লাক্সারী বাস প্রতিটির জন্যআ. দোতলা বাস প্রতিটির জন্যটাকা ৩০,০০০.০০টাকা ১২,৫০০.০০
(ঘ)তাপানুকূল মিনিবাস/কোস্টার প্রতিটির জনটাকা ১২,৫০০.০০
(ঙ)অন্যান্য মিনিবাস ও কোস্টার প্রতিটির জন্যটাকা ৫,০০০.০০
(চ)কনটেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইমমুভার প্রতিটির জনটাকা ১৯,০০০.০০
(ছ)পাঁচ টনের অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রাক বা ট্যাংক-লরি প্রতিটির জন্য টাকা ১২,৫০০.০০
(জ)দেড় টনের বেশী কিন্তু পাঁচ টনের বেশী নহে এইরূপ ধারণ ক্ষমতাসম্পন্ন ট্রাক বা ট্যাংক-লরী প্রতিটির জন্যটাকা  ৭,৫০০.০০
(ঝ)দেড় টন বা উহার কম ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রাক, পিক-আপ,   সকল ধরণের হিউম্যান হলার, ম্যাক্সি বা মাল বহনকারী বা যাত্রী
বহনকারী অটোরিক্সা  প্রতিটির জন
টাকা  ৩,০০০.০০
(ঞ)শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি ট্যাক্সিক্যাবের জন্যটাকা  ৯,০০০.০০
(ট)শীতাতপ নিয়ন্ত্রিত নয় এইরূপ প্রতিটি ট্যাক্সিক্যাবের জন্যটাকা ৩,০০০.০০

(আ) রেজিষ্ট্রেশন এর তারিখ থেকে দশ বছর অতিক্রান্ত হয়েছে এমন যানবাহন এর ক্ষেত্রে-

ক্রঃসড়ক যানবাহনের ধরণঅনুমিত আয়করের হার
(ক)৫২ সিটের অধিক আসন বিশিষ্ট বাসটাকা ৬,৫০০.০০
(খ)৫২ সিট বা উহার কম আসন বিশিষ্ট বাসটাকা ৪,৫০০.০০
(গ)অ. তাপানুকূল লাক্সারী বাস প্রতিটির জন্য আ. দোতলা বাস প্রতিটির জন্য    টাকা ১৫,০০০.০০টাকা ৬,৫০০.০০
(ঘ)তাপানুকূল মিনিবাস/কোস্টার প্রতিটির জনটাকা ৯,০০০.০০
(ঙ)অন্যান্য মিনিবাস ও কোস্টার প্রতিটির জন্যটাকা ২,৫০০.০০
(চ)কনটেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইমমুভার প্রতিটির জনটাকা ১০,০০০.০০
(ছ)পাঁচ টনের অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রাক বা ট্যাংক-লরি প্রতিটির জন্যটাকা ৭,৫০০.০০
(জ)দেড় টনের বেশী কিন্তু পাঁচ টনের বেশী নহে এইরূপ ধারণ ক্ষমতাসম্পন্ন ট্রাক বা ট্যাংক-লরী প্রতিটির জন্যটাকা  ৪,৫০০.০০
(ঝ)দেড় টন বা উহার কম ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রাক, পিক-আপ, সকল ধরণের হিউম্যান হলার, ম্যাক্সি বা মাল বহনকারী বা যাত্রী বহনকারী অটোরিক্সা  প্রতিটির জনটাকা  ২,৫০০.০০
(ঞ)শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি ট্যাক্সিক্যাবের জন্যটাকা  ৪,৫০০.০০
 (ট)শীতাতপ নিয়ন্ত্রিত নয় এইরূপ প্রতিটি ট্যাক্সিক্যাবের জন্যটাকা ১,৫০০.০০

  
(গ) অভ্যন্তরীণ নৌ-পথে যাত্রী পরিবহনে নিয়োজিত নৌ-যান এবং মালামাল পরিবহনে নিয়োজিত কার্গো, কোষ্টার ও ডাম্পবার্জ হইতে কোন করদাতার অর্জিত সম্পূর্ণ আয় নি¤œবর্ণিত শর্তাধীনে প্রদান করতে হবে, এসআরও নং-১৬২, আইন/আয়কর-২০১৪:   

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *