Rules-1991

১। সংক্ষিপ্ত শিরনামা

মূল্য সংযোজন কর বিধিমালা, ১৯৯১ প্রজ্ঞাপন ঢাকা, ১২ই জুন, ১৯৯১/২৮ জ্যৈষ্ঠ, ১৩৯৮ বাং            এসআরও নং-১৭৮-আইন/৯১/৩-মূসক।―  ১[মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন)] এর ধারা ৭২ এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড নিন্মরূপ বিধিমালা প্রণয়ন করিলেন, যথা:― ১। সংক্ষিপ্ত শিরনামা।― এই বিধিমালা মূল্য সংযোজন কর বিধিমালা, ১৯৯১ নামে অভিহিত হইবে।   ১ মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা প্রস্তাবনায় “মূল্য সংযোজন কর অধ্যাদেশ, ১৯৯১…

২। সংজ্ঞা

২। সংজ্ঞা।―  ১[(১)] বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই বিধিমালায়― ২[(ক)    “আইন” অর্থ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন);] ৩[(কক) “ইউটিলাইজেশন পারমিশন ও ইউটিলাইজেশন ডিক্লারেশন” অর্থ সম্পূর্ণ রপ্তানীমুখী শিল্প প্রতিষ্ঠান (সাময়িক আমদানী) বিধিমালা, ১৯৯৩ এ বর্ণিত ইউটিলাইজেশন পারমিশন ও ইউটিলাইজেশন ডিক্লারেশন;] ৪[(খ)    “কর” অর্থ, ধারা ২ এর দফা (ঘঘঘ) তে সংজ্ঞায়িত কর;] ৫[(খখ) “চুক্তিভিত্তিক উৎপাদক” অর্থ ব্র্যান্ডযুক্ত পণ্যের স্বত্বা…

৩। মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ধার্যের জন্য মূল্য ঘোষণা

১[৩।  ২[মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ধার্যের জন্য মূল্য ঘোষণা।― (১) আইন এর ধারা ৫ ও ধারা ৭ এর উদ্দেশ্য পূরণকল্পে করযোগ্য পণ্য সরবরাহের পূর্বে নিবন্ধিত ব্যক্তি তৎকর্তৃক উৎপাদিত বা সরবরাহযোগ্য পণ্যের ওপর প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ধার্যের লক্ষ্যে সংশ্লিষ্ট পণ্যের উপকরণ-উৎপাদ সম্পর্ক বা সহগ (input-output co-efficient) সহ মূল্যভিত্তি সম্পর্কিত একটি ঘোষণা ফরম “মূসক-১” দুই প্রস্থে সংশ্লিষ্ট এলাকার বিভাগীয় কর্মকর…

৩ক। সেবার ক্ষেত্রে মূল্য সংযোজন কর ধার্যের জন্য মূল্য ঘোষণা

 ১[৩ক। সেবার ক্ষেত্রে মূল্য সংযোজন কর ধার্যের জন্য মূল্য ঘোষণা।― বোর্ড, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা, করযোগ্য কোন সেবা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিবন্ধিত ব্যক্তি কর্তৃক মূল্য সংযোজন কর ধার্যের জন্য মূল্যভিত্তি ঘোষণা প্রদানের আদেশ প্রদান ও ঘোষণার পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।] ১মূসক এসআরও নং-১২৮, তারিখ: ২৮/০৭/১৯৯৬ দ্বারা নূতন বিধি “৩ক” সন্নিবেশিত।…

৩কক। মূল্য ঘোষণা দাখিলের দায় হইতে অব্যাহতি

১[৩কক। মূল্য ঘোষণা দাখিলের দায় হইতে অব্যাহতি।― সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যে সমস্ত পণ্য বা সেবার ক্ষেত্রে ধারা ৫ এর উপ-ধারা (২গ) অনুযায়ী পশ্চাদগণনা (back calculation) এর মাধ্যমে উৎপাদন বা সেবা প্রদান স্তরে সমুদয় মূল্য সংযোজন কর বা সম্পূরক শুল্ক বা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আদায় করিবে, সেই সমস্ত পণ্য বা সেবাকে উক্ত প্রজ্ঞাপনে বর্ণিত শর্তসাপেক্ষে মূল্য ঘোষণা দাখিলের দায় হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।] ১মূসক এসআরও নং-৫১১, তারিখ: ১১/০৬/২০০৯ দ্বারা নূতন বিধি ৩কক সন্নিবেশিত।…

৩খ। অভিন্ন মূল্যে উৎপাদনকারী বা আমদানিকারক কর্তৃক পণ্য সরবরাহ পদ্ধতি

১[৩খ। অভিন্ন মূল্যে উৎপাদনকারী বা আমদানিকারক কর্তৃক পণ্য সরবরাহ পদ্ধতি।― কোন উৎপাদনকারী কর্তৃক উৎপাদন পর্যায়ে বা আমদানিকারক কর্তৃক সরবরাহ পর্যায়ে পণ্যের গায়ে বা ধারকে বা প্যাকেটে মুদ্রিত আকারে কোন পণ্য সরবরাহ করার ক্ষেত্রে নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণ করিতে হইবে, যথা: (ক)    করযোগ্য পণ্য সরবরাহের পূর্বে উৎপাদনকারী বা আমদানিকারক উৎপাদিত বা সরবরাহযোগ্য পণ্যের উপর প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক ধার্যের উদ্দেশ্যে বিধি ৩ এ বিধৃত পদ্ধতিতে মূল্য ঘোষণা করিব…

৪। টার্নওভার কর প্রদান

১[৪। টার্নওভার কর প্রদান।― (১) যে কোন করযোগ্য পণ্য সরবরাহকারী বা করযোগ্য সেবা প্রদানকারীর বার্ষিক টার্নওভার  ২[ষাট লক্ষ] টাকার নিম্নে হইলে তাহাকে বার্ষিক টার্নওভারের উপর ৩[ধারা ৮ এ বর্ণিত হারে] টার্নওভার কর প্রদান করিতে হইবে। (২) উপ-বিধি (১) অনুযায়ী টার্নওভার কর প্রদানে বাধ্য কোন ব্যক্তিকে টার্নওভার কর প্রদানের নিমিত্তে ৪[বিভাগীয় কর্মকর্তার] নিকট তালিকাভুক্ত হইতে হইবে। এতদুদ্দেশ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে  ৫[“ফরম মূসক-৬”] এ  ৬[বিভাগীয় কর্মকর্তার] নিকট আবেদন করিতে হইবে।  ৭[বিভাগ…

৫। মূল্য সংযোজন কর কর্মকর্তাকে ক্ষমতা প্রদান

৫। মূল্য সংযোজন কর কর্মকর্তাকে ক্ষমতা প্রদান।― বোর্ড  ১[আইন] বা বিধিদ্বারা প্রদত্ত যে কোন ক্ষমতা প্রয়োগের কর্তৃত্ব যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তাকে প্রদান করিতে পারিবে। ১মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশ” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।…

৬। কমিশনার কর্তৃক অন্যান্য কর্মকর্তাদের ক্ষমতা প্রয়োগ

৬।  ১[কমিশনার] কর্তৃক অন্যান্য কর্মকর্তাদের ক্ষমতা প্রয়োগ।―  ২[কমিশনার] এই বিধিমালার আওতায় যে কোন কর্মকর্তার উপর আরোপিত সকল বা যে কোন দায়িত্ব বা কোনো কর্মকর্তার উপর ন্যস্ত সকল বা যে কোন ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন। ১মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা “কালেক্টর” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত। ২মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা “কালেক্টর” শব্দের পরিবর্তে প্রতিস্থাপিত।  …

৭। উৎপাদন স্থল, সেবাপ্রদান স্থল, ব্যবসায় স্থল, আবাসস্থল এবং যানবাহণ পরিদর্শন, তল্লাসী ও আটক

 ১[৭।  ২[উৎপাদন স্থল, সেবাপ্রদান স্থল, ব্যবসায় স্থল, আবাসস্থল এবং যানবাহণ পরিদর্শন, তল্লাসী ও আটক]।―   ৩[(১) আইন বা এই বিধিমালার কোন বিধান লংঘন করিয়া কোন উৎপাদন স্থল, সেবাপ্রদান স্থল, ব্যবসায় স্থল, আবাসস্থল কিংবা যানবাহনে কর আরোপযোগ্য কোন পণ্য সংরক্ষণ বা সরবরাহ বা বোঝাই বা বহন করা হইতেছে বা কর বা টার্নওভার কর পরিহার করিয়া পণ্য বা সেবা সংরক্ষণ বা সরবরাহ বা বোঝাই বা বহন করা হইতেছে বলিয়া কোন অভিযোগ থাকিলে বা তাহা বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ রহিয়াছে বলিয়া বিবেচিত হইলে, সহকারী কমিশ…

৮। নমুনা সংগ্রহ

 ১[৮। নমুনা সংগ্রহ।― করযোগ্য পণ্য সরবরাহকারী তৎকর্তৃক সরবরাহকৃত পণ্যের বা উক্তরূপ পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদনে ব্যবহৃত উপকরণের নমুনা যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা, অতঃপর উক্ত কর্মকর্তা বলিয়া অভিহিত, কে সরবরাহ করিতে বাধ্য থাকিবেন এবং যে উদ্দেশ্যে নমুনা সংগৃহীত হইয়াছিল উক্ত উদ্দেশ্য সাধনের লক্ষ্যে কার্যসম্পাদনের পর উক্ত কর্মকর্তা নমুনা প্রাপ্তির অনূর্ধ্ব  ২[১৫(পনের) কার্যদিবসের] মধ্যে পণ্য সরবরাহকারীকে উহা ফেরত প্রদান করিবেন:     তবে শর্ত থাকে যে, নির্ধারিত ত্রিশ দিনের মধ্যে …

৯। নিবন্ধন পদ্ধতি

৯। নিবন্ধন পদ্ধতি।― (১) কোন করযোগ্য পণ্যের সরবরাহকারীর বা করযোগ্য সেবা প্রদানকারীর বার্ষিক টার্নওভার অন্যূন  ১[ষাট লক্ষ] টাকা হইলে তাহাকে  ২[ফরম] “মূসক-৬”-এ  ৩[বিভাগীয় কার্যালয়ে]  ৪[অথবা বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে আদেশ দ্বারা নির্ধারিত সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোন কর্মকর্তার নিকট]  ৫[এবং, প্রয়োজনে, বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ঙহষরহব এ] নিবন্ধনের আবেদনপত্র পেশ করিতে হইবে। (২)  ৬[আইনের] ধারা ১৬ অনুযায়ী নিবন্ধনের বাধ্যবাধকতা হইতে অ…

১০। স্বেচ্ছা নিবন্ধন

১০। স্বেচ্ছা নিবন্ধন।―  ১[আইনের] ধারা ১৬ অনুযায়ী নিবন্ধন হইতে অব্যাহতিপ্রাপ্ত কোন ব্যক্তি স্বেচ্ছায় নিবন্ধিত হইতে চাহিলে যে করমেয়াদ হইতে তিনি নিবন্ধিত হইতে চাহেন উহা শুরু হওয়ার অন্যূন তিরিশ দিন পূর্বে তাহাকে নিবন্ধনের জন্য  ২[বিভাগীয় কার্যালয়ে] আবেদনপত্র পেশ করিতে হইবে এবং স্বেছায় নিবন্ধিত কোন ব্যক্তি নিবন্ধিত হওয়ার তারিখের পরবর্তী কর মেয়াদের প্রথম দিন হইতে মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক প্রদানে দায়বদ্ধ হইবেন। ১মূসক এসআরও নং-৮৫, তারিখ: ০৬/১২/১৯৯৩ দ্বারা “অধ্যাদেশের” শব্দে…

১১। নিবন্ধনপত্র প্রদান

১১। নিবন্ধনপত্র প্রদান।―  ১[(১)] নিবন্ধনের আবেদনপত্র  ২[বিভাগীয় কর্মকর্তা অথবা বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে আদেশ দ্বারা নির্ধারিত সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোন কর্মকর্তার] নিকট  ৩[“, প্রয়োজনীয় দলিলাদি প্রাপ্তি সাপেক্ষে,”] গ্রহণযোগ্য বিবেচিত হইলে  ৪[তিনি আবেদনকারীকে আবেদনপত্র প্রাপ্তির অনূর্ধ্ব ২ (দুই) কার্যদিবসের মধ্যে  ৫[সরাসরি বা, প্রযোজ্য ক্ষেত্রে, ঙহষরহব এর মাধ্যমে] ফরম] “মূসক-৮” – এ একটি নিবন্ধনপত্র প্রদান করিবেন। ৬[(১ক) উপ-বিধি (১) * …

১১ক।― বিলুপ্ত

১[১১ক।― বিলুপ্ত] ১মূসক এসআরও নং-৪৭০, তারিখ: ২৭/০৭/২০০৭ দ্বারা বিধি ১১ক বিলুপ্ত।

১২। ব্যবসায়ের স্থান বা পরিস্থিতির পরিবর্তন

 ১[১২। ব্যবসায়ের স্থান বা পরিস্থিতির পরিবর্তন।― (১) কোন নিবন্ধিত ব্যক্তির ব্যবসায়ের স্থান বা পরিস্থিতির পরিবর্তন হইলে তাহাকে উক্ত পরিবর্তনের অন্যূন চৌদ্দ কার্যদিবস পূর্বে মূল্য সংযোজন কর বা ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক বা টার্নওভার কর বা অন্যান্য পাওনা সম্পূর্ণ পরিশোধ সাপেক্ষে স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে বা প্রযোজ্য ক্ষেত্রে, কার্যালয়সমূহে ফরম “মূসক-৯”-এ একটি ঘোষণাপত্র দাখিল করিতে হইবে। (২) কোন নিবন্ধিত ব্যক্তি করযোগ্য পণ্য সরবরাহ বা সেবা প্রদান বা করযোগ্য পণ্য আমদানি বা যে কোন পণ্…

১৩। নিবন্ধনপত্র ইত্যাদি প্রদর্শন

 ১[১৩। নিবন্ধনপত্র ইত্যাদি প্রদর্শন।― যে কোন নিবন্ধিত ব্যক্তি― (ক)    যে অঙ্গন হইতে পণ্য সরবরাহ বা সেবা প্রদান বা পণ্য আমদানী বা রপ্তানী করেন সেই অঙ্গনে তিনি তাহার নিবন্ধনপত্র এবং বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে নির্দেশিত অন্য যে কোন আদেশ, বিজ্ঞপ্তি, পোষ্টার বা অন্য কোন কাগজপত্র বাঁধানো অবস্থায় বা, ক্ষেত্রমত, দেওয়ালে সাঁটানো অবস্থায় এমনভাবে সংরক্ষণ করিবেন যাহাতে উহা সহজেই দৃষ্টিগোচর হয়; (খ)    তাহার উৎপাদনস্থল বা সেবা প্রদানস্থল বা ব্যবসায় স্থলের পরিচিতিমূলক সাইনবোর্ড ব…

১৪। [কমিশনার] কর্তৃক নিবন্ধনপত্র পরিবর্তন বা সংশোধন

১৪।  ১[কমিশনার] কর্তৃক নিবন্ধনপত্র পরিবর্তন বা সংশোধন।― যে কোন সময়ে  ২[কমিশনার] যে কোন নিবন্ধিত ব্যক্তির নিবন্ধনপত্র প্রয়োজনীয় পরিবর্তন বা সংশোধনের নিমিত্ত, নিবন্ধনপত্রটি তাহার নিকট দাখিল করার জন্য সংশ্লিষ্ট নিবন্ধিত ব্যক্তিকে নির্দেশ দিতে পারিবেন। ১মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা “কালেক্টর” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত। ২মূসক এসআরও নং-১১৭, তারিখ: ১৫/০৬/১৯৯৫ দ্বারা “কালেক্টর” শব্দটির পরিবর্তে প্রতিস্থাপিত।…

১৫। নিবন্ধন বাতিলকরণ

১৫। নিবন্ধন বাতিলকরণ।― (১) কোন  ১[নিবন্ধিত অথবা তালিকাভুক্ত] ব্যক্তি নিম্নবর্ণিত যে কোন পরিস্থিতিতে তাহার  ২[নিবন্ধন অথবা তালিকাভুক্তি সংখ্যা] বাতিলকরণের নিমিত্ত  ৩[ফরম] “মূসক-১০” এ স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে আবেদনপত্র পেশ করিতে পারিবেন: (ক)    করযোগ্য পণ্য প্রস্তুতকরণ বা উৎপাদন  ৪[বা বিক্রয়] বা করযোগ্য সেবা প্রদান ((বা যে কোন পণ্য আমদানি বা রপ্তানি)) হইতে বিরত হওয়া; (খ)    করযোগ্য পণ্য বা সেবা অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা সেবা হিসেবে ঘোষিত হওয়া; (গ)&n…

১৬। করযোগ্য পণ্যের সরবরাহ ও রপ্তানীর ক্ষেত্রে চালানপত্র প্রদান

১৬।  ১[করযোগ্য পণ্যের সরবরাহ ও রপ্তানীর ক্ষেত্রে চালানপত্র প্রদান]।― [(১) যেকোনো নিবন্ধিত ব্যক্তিকে তৎকর্তৃক সরবরাহকৃত পণ্যের প্রতিটি সরবরাহের ক্ষেত্রে ফরম “মূসক-১১” -এ অথবা বোর্ড কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এতদুদ্দেশ্যে অনুমোদিত অন্যকোনো ফরমে দ্বিমুখী কার্বন ব্যবহার করিয়া একটি চালানপত্র প্রদান করিতে হইবে এবং চালানপত্রের তিনটি অনুলিপি তৈরি করিতে হইবে তš§ধ্যে ম–ল অনুলিপিটি পণ্যের চালানপত্রে বর্ণিত চুড়ান্ত গন্তব্যস্থল পর্যন্ত পণ্যের সহিত রাখিতে হইবে এবং পণ্যের…