রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আহ্বান

অর্থনৈতিক রিপোর্টার: আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে এক মাস বৃদ্ধি করে ৩১শে অক্টোবর পর্যন্ত নির্ধারণ করার জন্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ লক্ষ্যে এফবিসিসিআই ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের কাছে সুপারিশ পাঠিয়েছে। এফবিসিসিআই আয়কর খাতে রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ট্যাক্স-জিডিপি অনুপাত বৃদ্ধির লক্ষ্যে আন্তরিক প্রচেষ্টার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে। সেই সঙ্গে প্রতি বছরের মতো এ বছরও জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন বিভাগ ও জেলায় ১৬ থেকে ২২শে সেপ্টেম্বর পর্যন্ত আয়কর মেলার সফল আয়োজনের জন্য সরকার ও এনবিআরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে এফবিসিসিআই। এফবিসিসিআইয়ের থেকে বলা হয়, এবারের আয়কর মেলায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে করদাতারা যেভাবে আগ্রহ দেখিয়েছেন তা রাজস্ব আহরণের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ব্যবসায়ী সমাজ মনে করে। সুষ্ঠুভাবে আয়কর আদায়ের মাধ্যমে রাজস্ব আহরণের প্রক্রিয়ায় সরকারকে দেয়া এফবিসিসিআইয়ের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনলাইনে ই-টিন পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশনের মাধ্যমে ১০ সংখ্যার পরিবর্তে ১২ ই-টিন নম্বর গ্রহণের ক্ষেত্রে কর সার্কেল ও জোন পরিবর্তনের কারণে করদাতারা ঝামেলার সম্মুখীন হচ্ছেন। এছাড়া সামনে পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজার কারণে ব্যবসায়ী করদাতাদের পক্ষে সঠিক সময়ে আয়কর রিটার্ন দাখিল সম্ভব নাও হতে পারে। এরই প্রেক্ষিতে আয়কর রিটার্র্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১শে অক্টোবর পর্যন্ত করার জন্য ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে এফবিসিসিআইয়ের সুপারিশ বিবেচনার জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *