নিবাসী/অনিবাসী কিভাবে নির্ধারিত হয়?

করদাতা যদি একটি আয় বছরে  (Income Year)  একটানা বা অনিয়মিতভাবে কমপক্ষে ১৮২ দিন বাংলাদেশে থাকেন, তাহলে তিনি ’নিবাসী’ ঘরে টিক (√) দেবেন; তা নাহলে ’অনিবাসী’ ঘরে টিক (√) দিতে হবে। তবে কোন ব্যক্তি যদি আয় বছরে একটানা বা অনিয়মিতভাবে কমপক্ষে ৯০ দিন বাংলাদেশে অবস্থান করেন এবং এর পূর্ববর্তী ৪ বছরে একটানা বা অনিয়মিতভাবে সর্বমোট কমপক্ষে ৩৬৫ দিন বাংলাদেশে অবস্থান করেন তাহলেও তিনি নিবাসী হিসেবে গণ্য হবেন বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের সকল কর্মকর্তাকর্মচারী  কিংবা বিদেশে কর্মরত সকল সরকারি কর্মকর্তাকর্মচারী  নিবাসী হিসাবে রিটার্ন দাখিল করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *