নতুন আইনে উৎসে মূসক কর্তনের বিধান️ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ৩য় তফসিলে উল্লিখিত হ্রাসকৃত হার (১০%, ৭.৫%,৫%) বা সুনির্দিষ্ট কর প্রযোজ্য এমন পণ্য/সেবা সরবরাহের সময় চালানপত্রে উল্লিখিত সমুদয় কর উৎসে কর্তন করতে হবে। ৩য় তফসিল ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুনhttp://nbr.gov.bd/uploads/acts/Finance_Act_2019_BG_Press.pdf
১৯২২৬ পৃষ্ঠা থেকে ১৯২৩৮ পৃষ্ঠা পর্যন্ত ৩য় তফসিলের পণ্য ও সেবার তালিকা রয়েছে।☘️ উৎসে কর্তনের ক্ষেত্রে ভ্যাট হবে ২বার। একবার সরবরাহের সময়। বিক্রেতা প্রদেয় হিসাবে সমুদয় মূসক মাসশেষে দাখিলপত্রের মাধ্যমে পরিশোধ করবেন। ২য় বার উৎসে কর্তনের সময়। ক্রেতা ট্রেজারী চালানের মাধ্যমে বা দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয়ের মাধ্যমে ভ্যাট পরিশোধ করবেন। তবে মূসক-৬.৬ প্রাপ্তি সাপেক্ষে উৎসে কর্তিত মূসক সরবরাহকারী বিক্রেতা তার দাখিলপত্রে হ্রাসকারী সমন্বয় করতে পারবেন।☘️ সকল ক্রয় বিক্রয়ে মূসক-৬.৩ চালানপত্র ব্যবহার করতে হবে। চালানপত্র ছাড়া ক্রয় করা যাবে না। বিক্রয়ও করা যাবে না।☘️ উৎসে কর্তনকারী কর্তৃক সেবার সরবরাহ গ্রহণকালে সেবার সঠিক ব্যাখ্যার আলোকে সেবার কোড এবং প্রযোজ্য হার সম্পর্কে জেনে যথাযথ সেবার কোড ও মূসকের হার নিশ্চিত করতে হবে। এজন্য http://nbr.gov.bd/uploads/sros/VATSRO-1861.pdf লিংকটিতে ক্লিক করে সেবাসমূহের সঠিক ব্যাখ্যা ও পরিধি জানা যাবে।☘️ উৎসে কর্তনকারী ১ম তফসিল দ্বারা অব্যাহতিপ্রাপ্ত পণ্য/সেবার ক্রয় ব্যাতীত অনিবন্ধিত কোন সরবরাহকারী হতে কোন কিছু ক্রয় করতে পারবেন না।☘️ সকল ক্রয় মূল্য মূসকসহ (vat inclusive) হিসাব করতে হবে।☘️ নিবন্ধিত উৎসে কর্তনকারী মূসক-৬.৩ প্রাপ্তি সাপেক্ষে যথাসম্ভব দ্রুত বিল পরিশোধ করবেন এবং ৩ কার্যদিবসের মধ্যে মূসক-৬.৬ ইস্যু করবেন, যাতে সরবরাহকারী সরবরাহের তারিখ হতে ৬ মাসের মধ্যে তা হ্রাসকারী সমন্বয় করতে পারেন। উৎসে কর্তনকারী অনিবন্ধিত হলে বিল পরিশোধের তারিখ হতে পরবর্তী ১৫ দিনের মধ্যে সরবরাহকারী যে কমিশনারেটের অধীন নিবন্ধিত তার অর্থনৈতিক কোডে ট্রেজারী চালানে কর্তিত মূসক জমা দিয়ে সরবরাহকারীকে মূসক-৬.৬ প্রদান করবেন। মনে রাখবেন, উৎসে মূসক কর্তনের ক্ষেত্রে মূসক ৬.৬ ইস্যু করতে কর্তনকারী আইনত: বাধ্য।☘️ নিম্নোক্ত ক্ষেত্রে উৎসে ভ্যাট কর্তন করতে হবে না:
(ক) যেক্ষেত্রে মূসক ৬.৩ এর মাধ্যমে ১৫% মূসক আদায় করে কোন সরবরাহ প্রদান করা হয়;
(খ) যেক্ষেত্রে মূসক ৬.৩ এর মাধ্যমে শুণ্য হারবিশিষ্ট কোন সরবরাহ প্রদান করা হয়;
(গ) যেক্ষেত্রে অব্যাহতিপ্রাপ্ত কোন সরবরাহ প্রদান করা হয়; এবং
(ঘ) জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন ও ওয়াসা বিল পরিশোধের সময়।