কোন ব্যক্তি নগদ ঋণ গ্রহণ করলে কত বৎসর পর্যন্ত ঋণ দেখানো যাবে এবং সীমা কি ?
করবর্ষ ২০০৯-২০২০ এর আগে ৫০,০০০ টাকার উপর নগদে ঋণ গ্রহণ করলে সেই ঋণের অংক পরবর্তী তিন বৎসরের মধ্যে ফেরত প্রদান না করা হলে পরবর্তী করবর্ষে তা ঋণ গ্রহীতার মোট আয়ের উপর অন্তর্ভুক্ত করা হত । অর্থ আইন ২০০৯ এর মাধ্যমে এই নগদে ঋণের সীমা কোন ব্যক্তি নগদ ঋণ গ্রহণ করলে কত বৎসর পর্যন্ত ঋণ দেখানো যাবে এবং সীমা কি ? উত্তর: ১,০০,০০০ টাকা করা হয়েছে। অর্থ আইন ২০১২। অনুযায়ী কোম্পানি ব্যতীত যে কোন করদাতা কর্তৃক এক বা একাধিক উৎস থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ অথবা দান বা নগদে এক বা একাধিক উৎস থেকে ৫ লাখ টাকার অধিক ঋণ বা দান গ্রহণের ক্ষেত্রে ক্রসড চেক বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এ ঋণ বা দান গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। ক্রসড চেক বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যম ব্যতীত নগদে গৃহীত উপরোক্ত সীমা অতিক্রম করলে সম্পূর্ণ অংক করদাতার আয় হিসেবে বিবেচিত হবে। নিম্নে বর্ণিত উদাহরণ দ্বারা বিষয়টি স্পষ্ট করা হলোঃজনাব হোসেন ২০১৭-২০১৮ কর বছরে নিুরূপ ঋণ বা দান প্রদর্শন করেছেনঃ * সোনালী ব্যাংকের ঋণ ৫০ লাখ টাকা; * ভাইয়ের নিকট থেকে নগদে গৃহীত ঋণ ৩ লাখ টাকা; * আতœীয়ের নিকট থেকে নগদে গৃহীত দান ৪ লাখ টাকা; এবং * পিতার নিকট থেকে ২০ লাখ টাকা মূল্যের জমি দলিলের মাধ্যমে দান প্রাপ্ত। এক্ষেত্রে জনাব হোসেন সর্বমোট ৫৩ (৫০+৩) লাখ টাকা ঋণ হিসেবে প্রাপ্ত হয়েছেন। করদাতা ব্যাংকের মাধ্যমে ৫০ লাখ টাকা ঋণ এবং ২০ লাখ টাকা মূল্যের জমি দান প্রাপ্ত হয়েছেন। অন্যদিকে, ভাই ও আতœীয়ের নিকট থেকে নগদে ঋণ ও দান হিসেবে সর্বমোট ৭ (৩+৪) লাখ টাকা গ্রহণ করেছেন। ক্রসড চেক বা ব্যাংক ট্রান্সফার ব্যতীত ৭ লাখ টাকা ঋণ ও দান গ্রহণ করায় জনাব হোসেন এর ২০১৮-২০১৯ কর বছরে উক্ত ৭ লাখ টাকা আয় হিসেবে গন্য হবে। ৫ লাখ টাকা বা তার কম পরিমাণ অর্থ কোন করদাতা নগদ ঋণ হিসেবে প্রাপ্ত আয় বছরের পরবর্তী ৩ বছরের মধ্যে পরিশোধ না করলে ৪র্থ বছরে এরূপ অপরিশোধিত ঋণ করযোগ্য আয় হিসেবে বিবেচনা হবে। অর্থ আইন ২০১৭ স্বামী, স্ত্রী, সন্তান এবং পিতা মাতার ক্ষেত্রে ব্যাংকিং মাধ্যম ((Banking Channel) জরিত থাকা বলতে বুঝাবে প্রদানকারী ও গ্রহণকারীর মধ্যে কমপক্ষে যে কোন একজনের ব্যাংক হিসাবে দান বা ঋণ প্রদান/ গ্রহণের প্রমাণ থাকবে।